আয়রে আয়।
সোহন ঘোষ।
রচনাকাল:– ১৩ জানুয়ারি ২০২৬।
২৮ পৌষ ১৪৩২।
আয়রে বাদল,
বাজিয়ে মাদল!
আয়রে হেথা আয়।
আয়রে বেহারা,
বাজিয়ে সেতারা!
আয়রে হেথা আয়।
আয়রে কানাই,
বাজিয়ে সানাই!
আয়রে হেথা আয়।
আয়রে মীনা,
বাজিয়ে বীণা!
আয়রে হেথা আয়।
আয়রে কাশি,
বাজিয়ে বাঁশি !
আয়রে হেথা আয়।
আয়রে অলোক,
বাজিয়ে ঢোলক!
আয়রে হেথা আয়।
আয়রে ভোলা,
বাজিয়ে তবলা!
আয়রে হেথা আয়।
আয়রে কালা,
বাজিয়ে থালা!
আয়রে হেথা আয়।
আয়রে তোরা আয়–
পাখিরা যেথা,
নিশ্চিন্তে গান গায়!
পশুপাখি যেথা,
বাংলায় কথা কয়!
বাঘে–গোরুতে যেথা,
একঘাটে জল খায়!
সবাই যেথা
সবার বন্ধু হয়।
মানুষ যেথা,
গান গেয়ে কাজ করে।
বাউল যেথা,
দোতারা বাজিয়ে গান গায়।
দুঃখ কষ্ট যন্ত্রণা–
যে দেশে নাই।
স্বপ্নের সেই দেশে–
চলো ভেসে যায়।