আজ ২১শে অক্টোবর প্রকৃত স্বাধীনতার দিন 🇮🇳
আজ ঐতিহাসিক ২১শে অক্টোবর। ১৯৪৩ সালের এই দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে জন্ম নিয়েছিল আজাদ হিন্দ সরকার - ভারতের প্রথম স্বাধীন সরকার।
এই দিনটিই আসলে ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস। কারণ এই দিন থেকেই শুরু হয়েছিল সেই সংগ্রাম, যেখানে স্বাধীনতার দাম মাপা হয়েছিল রক্তে, চোখের জলে আর আত্মবলিদানে।
৩০ হাজারেরও বেশি সৈনিক আজাদ হিন্দ ফৌজের পতাকার নিচে প্রাণ দিয়েছিলেন মাতৃভূমির মুক্তির জন্য। তাদের কেউ যুদ্ধক্ষেত্রে ঝরে পড়েছিলেন, কেউ বিদেশের কারাগারে পচে মরেছিলেন - কিন্তু মাথা নত করেননি একবারও।
দুঃখের কথা হলো, এই আত্মত্যাগের ইতিহাস আজও অধিকাংশ ভারতবাসীর অজানা। চক্রান্ত করে, রাজনৈতিক সুবিধার জন্য, এই পবিত্র অধ্যায়কে ইতিহাসের পাতায় চাপা দিয়ে রাখা হয়েছে।
কিন্তু ইতিহাসকে চেপে রাখা যায় না, যেভাবে আগুনকে লুকিয়ে রাখা যায় না ঘাসের নিচে। একদিন না একদিন, সত্যের ধোঁয়া উঠবেই। আর তখন ভারতবর্ষ আবার উচ্চারণ করবে সেই অমর ধ্বনি --
“জয় হিন্দ!”
“নেতাজি জিন্দাবাদ!”