**আমি তোমাকে ভালোবাসি, কেবল কারণ আমি ভালোবাসি**
আমি তোমাকে ভালোবাসি,এই কারণে যে,
শুধু তোমাকে ভালোবাসি আমি—
ভালোবাসা থেকে দূরে যাই,
আবার ফিরে আসি অভিমানে ভেজা প্রেমে।
কখনও তোমার অপেক্ষায় কাঁদে মন,
কখনও তোমাকে ভুলতে চাই—
কিন্তু হৃদয়টা যেন দুর থেকে পুরনো স্মৃতিতে ফিরে যায়
তোমাকেই ভালোবাসি, কেননা
তুমি তো আমার ভালোবাসার একমাত্র পথ।
তোমাকে ঘৃণা করি কখনও, এত গভীরে যে,
সে ঘৃণাতেই নিজেকে হারিয়ে নিঃশেষে ফিরে যায়
আবার তোমারই স্মৃতিতে।
হয়তো প্রেমের পুরোনো স্মৃতি এসে
ছিনিয়ে নেবে আমার হৃদয়ের শান্তি,
ফেলে দেবে উন্মাদের মতো পুরোনো স্মৃতির দাবানলে।
এই গল্পে আমি একাই হারাই,
আমি একাই মরব ভালোবাসায়—
কারণ আমি ভালোবাসি তোমায়,