"আছি আজও"
তোমার যখন ছিল না কিছু,
আপন ছিলাম আমি।
এখন তুমি সব পেয়েছ,
পর হয়ে গেছি আমি।
পাওয়ার নেশায় ছেড়েছ আমায়,
ভাবোনি অন্য কিছু।
আবার যখন থাকবে না কিছু,
ফিরে এসো আমার হেতাই।
জানবে আমি বসে আছি,
তোমার ফেরার পথ চেয়ে।
ফিরে যদি পাও সব কিছু,
আবার না হয় যেও ছেড়ে।
আবার আমি থাকবো বসে,
তোমার ফেরার পথ চেয়ে।
✍️ বুবাই