বহু বছর পরে তোমার
পড়বে দেখো মনে
না চাইতেই পেয়েছো যাকে
হারিয়ে ফেলো না ভুলে।
শব্দ গুলো শান্ত ভীষন
নীরব চোখের জল
ক্লান্ত হয়ে ভাবছে পথিক
জীবন সর্বনাশ।
কথা গুলো আটকে গেছে
গলার কাঁটা হয়ে,
যেদিন আমি ফুরিয়ে যাবো
পড়বে তোমার মনে।
সেদিন আমি ওই আকাশে
আলতো হাসি হাসবো
সেদিন তোমায় জিতিয়ে দিয়ে
হারিয়ে দিয়ে রাখবো।
কষ্ট গুলো শান্ত হবে
উত্তাল হবে তুমি
দূর আকাশে থেকেও
তোমায় অনেক ভালোবাসবো
সখী অনেক ভালোবাসবো।
মৌ 🖋️