দমবন্ধ ইতিহাস
দুু-মলাটের মাঝে দমবন্ধ ইতিহাস!
মুষ্ঠিবদ্ধ অন্ধকার যেন আদেশপ্রাপ্ত জল্লাদ
কালকুঠুরিতে প্রতিক্ষিত মৃত্যুমুখী জীবন
চেনা আকাশ চেনা গাছ —
চেনা সকাল চেনা পাখির ডাক —
চেনা চেনা নদীর ঘাটে কল্লোলিত ঢেউ।
সোনালী সূর্য আর রূপালি চাঁদের যেন
অনামিত প্রেম—
হিমেল হাওয়ার সাথে পুরোনো লুকোচুরি,
সপাট সবুজ ধানের ক্ষেতে মনখোলা হারিয়ে যাওয়া
নিষ্কলুষ গহীন রাতে একাকী অন্তঃসরণ।
রাতচরা পাখির ডাকে অযাচিত আত্মঘাত—
নিজের চোখে প্রতিচ্ছবি নিজস্বতার,
একমুঠো অযাচিত প্রশ্ন মনে—
‘কি‘ দিয়ে ঘেরা ‘কেন‘-র জাল।