❤️হৃদয় জোড়া আঁখি❤️
অমাবস্যা , পূর্ণিমা কিংবা প্রতিপাদ,
হৃদয়েশ্বরী তুমি কি হবে আমার চাঁদ।
15 দিনের ব্যবধানে হলেও আসবে তুমি ঠিক।
এইটুকু নিশ্চয়তা না হয় ভগবান আমায় দিক।
হৃদয়েশ্বরী তুমি কি হবে আমার বাগানের গোলাপ।
না হয় দিয়ো তার সাথে শত কাটার প্রলেপ।
তবুও তুমি জন্ম নিও আমার হৃদয় মাঝারে,
রাখবো তোমায় যত্ন করে আমার বক্ষ কোটরে।
হৃদয়েশ্বরী তুমি কি হবে আমার জীবনে গানের নতুন ছন্দ।
সুর - তাল - ল সব একই হবে থাকবে না কোনো দ্বন্দ্ব।
ভীষণ কোনো মন খারাপে হয়ো বেহালার সুর।
কিংবা কোনো প্রেমের গল্পে বাঁশোরিও সুমধুর।
হৃদয়েশ্বরী তুমি কি হবে আমার ভালোবাসা, প্রিয়া, প্রেয়সী।
রাখবো তোমায় আদর যত্নে ভালোবাসায় ওগো মোর উর্বশী।
আমার হয়ে থেকো আমার হৃদয়ের একমাত্র অধিকারী ,
বড় বেশি ভালোবাসি তোমায় ওগো আমার হৃদয়েশ্বরী।