ইঁদুর বলে বাঘ হব,
মানুষের মুন্ডু চিবিয়ে খাব।

ইঁদুর নিছক ভীতু প্রাণী,
তার হয়েছে নাকি মানহানি!

তাইতো তার ভীষণ লড়াই,
বড় বড় কথার বড়াই।

যেই এলো মানুষ তেরে,
ইঁদুর পালায় লাজটি নেরে।

তার স্বপ্ন রয়ে গেল,
ইঁদুর কি তালে বাঘ হল?

English Poem by Abhijit Chakraborty : 111910185
New bites

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now