'জিজিবিষা'
সমীর সিন্ হা
দেওয়ালের ফাটলে ঝুলন্ত নগ্ন অশ্বথের সেকি,
নিদারুণ আস্ফালন !
রস চাই ? রস চাই ?
চাই আরও রস.....
শেকড় চালিয়ে যাচ্ছে অমৃতের সন্ধানে,
এক কনা রস প্রতি মুহূর্তে রসদ যোগায় বাঁচার!
দিন - দিন প্রতিদিন চলে জিজিবিষার অমোঘপ্রয়াস,
কত ঝড়, কত সহস্র প্রতিকূলতা মনে করিয়ে দেয়,
বাঁচার স্বার্থকতা ।
যখন শিশির কনায় ভেজা রোদ্দুর ঽতে চায় মন আর
সবুজ কনায় ভরে ওঠে স্পন...
তখন কোন এক স্বন্ধি্খনে জীবন খুজে নেয় তার,
বেঁচে থাকার রস.....
প্রতি মুহূর্তে হাজারো ঘটনা ঘটে চলে,
অবিরাম, অবিরত',
বাঁচা - মরার' কঠিন সংগ্রামে- বাঁচার রস শুকিয়ে
পাথর হয়ে গেছে,
চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি....
তখনই মন রোমন্থন করে ওঠে,
রস চাই ! রস চাই !
বাঁচার রসদ রস চাই ।।