মনের কথায় নেচো নারে ভাই
মন যে বড় ছলনা ময়।
অন্যের দিকে দৃষ্টি কেবল
নিজের দিকে কভু নয় ।
কখনো হাসে কখনো কাঁদে
কখনো করে লোভ হিংসা।
উপরের দিকে দৃষ্টি নাই তার
কেবলই দৃষ্টি নিচে তে।
সারাক্ষণ কেবল বক বক করে
চুপটি কখনো হয় না।
মনের কথায় নেচেছে যে
পড়েছে সে গভীর গর্তে।
যে নাচিয়েছে মনকে সে
করেছে বিশ্ব জয় ।