Story quotes are very popular on BitesApp with millions of authors writing small inspirational quotes in Bengali daily and inspiring the readers, you can start writing today and fulfill your life of becoming the quotes writer or poem writer.
এমন যদি হতো,
পদের লোভে পদতলে আমার মাথা নত।
আমি হতেম তোমার পদের অলঙ্কার মতো,
তবে, করি মাথা নত?
এমন যদি হতো,
বিনা মাঝির নৌকা নিয়ে সাজি মাঝির মতো।
জল সাঁতরে নদীর মাঝে ঘুরবো অবিরত,
তবে, সাজি মাঝির মতো?
এমন যদি হতো,
ঘাসের মাথার শিশির হয়ে, জ্বলি মুক্তোর মতো।
তোমার পায়ের আলতো পরশ, পেতাম অবিরত।
তবে, হই মুক্তোর মতো?
এমন যদি হতো,
লজ্জাবতী লতা হয়ে, রাঙা লজ্জার মতো।
পাতায় পাতায় শিহরণ, পেতাম কত শত।
তবে, হব লজ্জাবতীর মতো?
এমন যদি হতো,
পাহাড় কোলের ঝর্ণা হয়ে, ঝরি অবিরত।
সেই জলের বিন্দু হয়ে, হব সিন্ধুর মতো।
তবে, হই ঝর্ণার মতো?
এমন যদি হতো,
হরিণ হলে পেতাম চোখ হরিণীর মতো।
অবাক চোখে দেখতে তুমি, স্বপ্ন চোখে কত।
তবে, হই হরিণীর মতো?
এমন যদি হতো,
নদীর মতো যৌবনা, দেখবো নৌকা কত।
ডুব সাঁতরে হরেক মাছ, আমার সাথে খেলতো।
আমি, হই নদীর মতো?
এমন যদি হতো,
আমি হতাম শুকনো মরুভূমির মতো।
মরীচিকা হেথায় হোথায় জন্ম নিত কত।
তবে, হব মরুভূমির মতো?
এমন যদি হতো,
হতাম যদি পূবাকাশের সূর্য বন্ধুর মতো।
প্রথম কিরণ রোজ সকালে ছড়াই অবিরত।
তবে, হই সূর্যের মতো?