কবিতা: একান্ত আপন
কলমে: সূর্য্যেন্দু গায়েন
আমাদের ভালোবাসা,
খুঁজেছিল ভালো বাসা।
মনে মনে কত ভাষা,
মনে ছিল কত আশা।
সে প্রেম ছিলনা গোপন,
সে প্রেম একান্ত আপন।
অনুক্ষণ অকারণ,
সুখী ছিল সে জীবন।।
দিবা- নিশি হাসি খুশি,
প্রেম রাগ রাশি রাশি।
যতবার কাছে আসি,
বলে যাই ভালোবাসি।
মুক্ত বিহঙ্গের দল,
মগ্ন প্রেমে নাই কোলাহল।
স্মৃতি আজ নিরব নিশ্চল,
ভালো বাসা ছিল নকল।
বিফলে, নিস্ফলে মিলুক মন,
ঘুচুক সকল বাধা উচাটন।
স্বপ্নে বিভোর ঘটুক মিলন,
সে যে শুধুই আমার একান্ত আপন।।