প্রকৃতি
—রেজওয়ানুল হক
নীল আকাশে ভাসে সাদা মেঘ,
ধানের খেতে বাজে বাতাসের বেগ।
পাখির ডাকে ভোর হয় যে গ্রামে,
সেই তো প্রকৃতি—নির্জন এক স্বর্গধামে।
সবুজ পাতায় রোদের খেলাঘর,
বৃষ্টির ফোঁটায় ছড়ায় সুরের অন্তর।
ঝরনার ধারে চুপচাপ বসে,
মনে হয় যেন—সব দুঃখ গেছে ভেসে।
নদীর ধারে জোছনার আলতো ছোঁয়া,
প্রকৃতির প্রেমে হৃদয় যায় রোঁয়া রোঁয়া।
গাছের ছায়া, মাটির গন্ধ,
সৃষ্টিকর্তার রহমতে লাগে অসংখ গন্ধ।
মানুষ ভুলে যায় এই মায়ার ডাকে,
নগরের ধোঁয়ায় মন খালি থাকে।
কিন্তু প্রকৃতি দেয় নিঃস্বার্থ ভালোবাসা,
সে চায় না কিছু, কেবল শান্তির আশ্বাসটা।
তাই ফিরে যাই, কখনো বনপথে হাঁটি,
আকাশের নিচে দাঁড়াই, মাটির মতো নীচু হই পাঁটি।
প্রকৃতি শেখায়—নীরবতাই শব্দের মায়া,
এই ভালোবাসা চিরকাল, কখনো নয় ছায়া।