একগুচ্ছ কবিতা
আইয়ুব খাঁন
০১/১১/২০২৩
গুচ্ছ গুচ্ছ ভাবনা নিয়ে,
কিছু শব্দ সাজিয়েছি যতনে,
হৃদয়ের গহীনে রাখা কথা,
ঢেলে দিলাম কবিতার লাইনে।
তোমার মনের শব্দরা,
আমার কলমের সাথী,
তোমার চোখে আশ্রয় পেলে,
আমার ছন্দরা খুশি।
লিখবো আমি নতুন করে,
শিখবো তোমার থেকে,
ছন্দে ছন্দে বাঁধবো ছড়া,
তোমার মনের ভাষাতে।
পাশে কি দাঁড়াবে তুমি?
আমার কবিতার উঠোনে,
একসাথে একসুরে গাইব,
একগুচ্ছ কবিতার সুরে।
তোমার মতামত চাই,
তোমার ভালোবাসা চাই,
গুচ্ছ কবিতার আঙিনায়,
শুধু তোমাকে চাই ।
সমাপ্ত