#FRIENDSHIP STORY
সমীর সিন্ হা
অনেকদিন হলো 'ওর' আর কোন খবর নেই তবু মনে মধ্যে স্মৃতিতে গাঁথা হয়ে আছে ।
তখন হোস্টেলে মাস্টার ডিগ্রি পড়ছি হঠাৎ শরীর খারাপ 'বমি' 'বমি' ভাব আর প্রবল জ্বর, বাড়ির বাইরে এই প্রথমবার 'ও' তখন আমার রুম - পার্টনার রোজ আমাকে জিজ্ঞাসা করে শরীর কেমন? ডাক্তারের কাছে যাই চল ব্যাপারটা ভালো ঠেকছে না !!
নিজের ক্লাস বন্ধ করে ও আমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে রোগটি 'জন্ডিস' কনফার্ম করে টানা এক হপ্তা আমার সেবা করে শুধল 'বাড়ি যাবি তোর আর একটু যত্নের প্রয়োজন' ।
ট্রেনের টিকিট কেটে সাথে করে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে যায় যখন প্রায় সেমিস্টারের পরীক্ষা দোরগোড়ায়, ওর নাম 'উদয় বন্ধুবর' ।।