🪷মহাষ্টমী🪷
আজ মহাষ্টমী।
ঢাকের আওয়াজে, শঙ্খের ধ্বনিতে, ধূপধুনোর গন্ধে ভরে উঠেছে চারপাশ।
এ যেন কেবল উৎসব নয়,
এ এক চিরন্তন আহ্বান—
শক্তির, ভক্তির, মায়ের অপরাজেয় রূপের।
সকালের অঞ্জলিতে হাতজোড় করে দাঁড়ায় ভিড়।
ফুলের পাঁপড়ির মতো বিশ্বাস ঝরে পড়ে মায়ের পদতলে।
সবার মুখে একটাই ডাক— “জয় মা দুর্গা" !
কত স্মৃতি জেগে ওঠে এই দিনে—
শৈশবের নতুন জামার গন্ধ, প্যান্ডেলের আলোয় ছুটে চলা,
অঞ্জলির পর খাওয়া খিচুড়ি প্রসাদের স্বাদ,
আর সিঁদুরে রাঙানো মায়ের ভেজা কপাল।
মহাষ্টমী মানেই পরিবারের মিলন, ভক্তির ঢেউ, ঐতিহ্যের উজ্জ্বলতা।
দেবী দশপ্রহরণধারিণী, হাতে হাতে অস্ত্র,
অশুভ শক্তিকে বিনাশ করার প্রতীক।
তিনি কেবল দেবী নন, তিনি সাহস, তিনি প্রেরণা।
তিনি শেখান—
অন্যায়ের সামনে মাথা নত করো না,
অন্ধকার যত গভীরই হোক, আলো জ্বলে উঠবেই।
মহাষ্টমী তাই কেবল দেবীর পূজা নয়—
এ আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার দিন।
ভালোবাসা, ন্যায় আর সাহস—
এই তিনের মিলেই দেবীর প্রকৃত রূপ।
প্রতিটি ঢাকের আওয়াজ আজ মনে করিয়ে দেয়—
আমাদের ভেতরেই দেবীর শক্তি লুকিয়ে আছে।