# হাইব্রিডের জোয়ারে
হাইব্রিডের জোয়ারে ভেসে
হারায়নি শুধু দেশি বীজের ধান,
হারিয়ে গেছে বাঙালির সেই
জারি সারির মত আটপৌরে গান।
মাটির গন্ধ মাখা দোতারার সুর
চাপা পড়ে গেছে আজ ইস্পাতের গর্জনে,
মাঠে বসে বাঁশি বাজালেও রাখাল
শোনা যায় না তা মাইকের কম্পনে।
কৃষকের ঘামে ভিজে ওঠা ক্ষেত
হারিয়ে ফেলেছে বাতাসের কাব্য,
আজ ধানও সংখ্যা, গানও সংখ্যা
সবই এখন লেহ্য পেয় চোষ্য চব্য!
তবুও কোথাও গোপনে বেঁচে থাকে
আমার মায়ের সেই গানের ভাষা,
এ তো শুধুই গান নয় ভাই
গানের থেকেও আরও কিছু খাসা।
জানি না আর ফিরে পাব কিনা
আতপ চালের সেই মিষ্টি ঘ্রাণ,
যেখানে গানেই মিশে থাকে
আমার অস্তিত্ব, আমার প্রাণ।