চরৈবেতি চরৈবেতি
বৈদিক যুগের ঋষিরা বলেছিলেন—
“চরৈবেতি চরৈবেতি”।
মানে এগিয়ে যাও, এগিয়ে যাও।
এগিয়ে যাওয়াই আমাদের ধর্ম।
সামনে কী আছে, কী পুরস্কার মিলবে—
এগুলো ভেবে থেমে গেলে চলবে না।
কারণ জীবন কোনো গন্তব্য নয়,
জীবন হলো চলমান যাত্রা।
যেমন গীতায় বলা হয়েছে—
“কাজ করে যাও, ফলের আশা করো না।”
ফল আমাদের হাতে নেই, হাতে আছে শুধুই কর্ম।
আজ যে কর্ম বীজ বপন করব, কাল তার ফল স্বাভাবিক নিয়মেই আসবে।
তাই ব্যর্থতার ভয় পেয়ো না,
সাফল্যের মোহে আটকে থেকো না।
চলতে থাকো—
চলতে থাকলেই জীবন তার
প্রকৃত অর্থ খুঁজে পাবে।
চরৈবেতি চরৈবেতি!
এটাই আমাদের ধর্ম।
এটাই আমাদের পথ।