ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য
-----------------------------------------
তিনি এসেছিলেন এক অন্ধকার সময়ে—
যখন সমাজের আকাশ ঢাকা ছিল কুসংস্কারের মেঘে,
নারীর জীবনে তখন ছিল অসহায় দুঃখের ঘনঘটা,
শিক্ষা ছিল অভিজাতদের সম্পত্তি,
গরিব মানুষের জন্য ছিল না কোনো দিশা।
তিনি বই হাতে নিলেন, আলো জ্বালালেন বর্ণপরিচয়ের পাতায়,
তিনি কলম হাতে নিলেন, গড়লেন সংস্কারের বিরুদ্ধে বিপ্লবের অগ্নি মশাল।
বিধবাদের অমানবিক জীবনযন্ত্রণা ভেঙে
বিধবা বিবাহকে তিনি দিলেন বৈধতার অধিকার।
নারীশিক্ষার স্বপ্নকে তিনি তুলে আনলেন বাস্তবের আঙিনায়,
দরিদ্রের হাতে দিলেন বই,
অভিজাতের চোখে চোখ রেখে বললেন—
“শিক্ষা সবার জন্য।”
মানুষের মতো মানুষ হতে হলে
প্রয়োজন দয়া, প্রয়োজন মানবতা—
এই কথাই তিনি বারবার শিখিয়েছেন।
যত কটূক্তি, যত অপমান, যত বিরোধ—
সব পেরিয়ে তিনি দাঁড়িয়েছিলেন
অটল এক মানবতাবাদী বিশাল বটবৃক্ষের মতো।
আজও যখন আমরা পথ হারাই,
তখন ফিরে তাকাই তাঁর আদর্শের দিকে।
আজ তাঁর জন্মদিনে আমরা মাথা নত করি,
তাঁর চরণে অর্পণ করি
আমাদের আন্তরিক প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য।