"চোখেতে ঘুম "
সমীর সিনহা
'চোখ বুজে আসে তবু ঘুম আসে না'...
মন ছুটে বেড়ায় কল্পনায় এলোমেলো ভাবে,
শরীরে বাসাবাঁধে কঠীন অসুখ,
দেহ আর সাথ দেয় না।
পরিবেশ অসহনীয় মন ভালো নেই
মন ভালো নেই ।
প্রতিদিন রাতে কান পেতে শুনি সমাজের হৃৎস্পন্দন :
'ধুক' - ধুক' - ধুক' - ধুক'
প্রতি দিন শুরু হয় জিজিবিসার অমোঘ খেলায়,
ভোরের সিন্ধতা গায়ে আগুনের ছোঁয়া লাগায়
রাতের আকাশে তারার মেলায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়,
বিশ্বাস এখন অবিশ্বাসের ভারে 'পথ- ভষ্ট' পথিক
অভিযোজনের খেলায় মাতোয়ারা মাংস পেশিতে এখন টান পড়ে : হাঁটতে কষ্ট হয়!
তবু মন ছুটে বেড়ায় কল্পনায় এলোমেলো ভাবে,
'চোখ বুজে আসে তবু ঘুম আসে না'...