Quotes by Surjendu Gayen in Bitesapp read free

Surjendu Gayen

Surjendu Gayen

@surjendugayensurjendu.pratilipigmail.com191541


এমন যদি হতো,
পদের লোভে পদতলে আমার মাথা নত।
আমি হতেম তোমার পদের অলঙ্কার মতো,
তবে, করি মাথা নত?

এমন যদি হতো,
বিনা মাঝির নৌকা নিয়ে সাজি মাঝির মতো।
জল সাঁতরে নদীর মাঝে ঘুরবো অবিরত,
তবে, সাজি মাঝির মতো?

এমন যদি হতো,
ঘাসের মাথার শিশির হয়ে, জ্বলি মুক্তোর মতো।
তোমার পায়ের আলতো পরশ, পেতাম অবিরত।
তবে, হই মুক্তোর মতো?

এমন যদি হতো,
লজ্জাবতী লতা হয়ে, রাঙা লজ্জার মতো।
পাতায় পাতায় শিহরণ, পেতাম কত শত।
তবে, হব লজ্জাবতীর মতো?

এমন যদি হতো,
পাহাড় কোলের ঝর্ণা হয়ে, ঝরি অবিরত।
সেই জলের বিন্দু হয়ে, হব সিন্ধুর মতো।
তবে, হই ঝর্ণার মতো?

এমন যদি হতো,
হরিণ হলে পেতাম চোখ হরিণীর মতো।
অবাক চোখে দেখতে তুমি, স্বপ্ন চোখে কত।
তবে, হই হরিণীর মতো?

এমন যদি হতো,
নদীর মতো যৌবনা, দেখবো নৌকা কত।
ডুব সাঁতরে হরেক মাছ, আমার সাথে খেলতো।
আমি, হই নদীর মতো?

এমন যদি হতো,
আমি হতাম শুকনো মরুভূমির মতো।
মরীচিকা হেথায় হোথায় জন্ম নিত কত।
তবে, হব মরুভূমির মতো?

এমন যদি হতো,
হতাম যদি পূবাকাশের সূর্য বন্ধুর মতো।
প্রথম কিরণ রোজ সকালে ছড়াই অবিরত।
তবে, হই সূর্যের মতো?

Read More

শুভ সন্ধ্যা বন্ধুরা

-Surjendu Gayen

#কবিতা : প্রথম প্রেম
প্রদোষকাল ঝঞ্ঝা, বিধস্ত নগরীর বুকে যখন পরপর আছড়ে পড়ছিল বাতাসের বহর তখন বার বার চমকাচ্ছিলো বিদ্যুতের রুদ্র রূপ। তুমি বার বার পথপারে আমায় স্বান্তনা দিয়েছিলে-"কিচ্ছু হবেনা। আমি আছি তো। ছেলে হয়ে এত ভয়!" আমার প্রথম প্রেম।

উত্তাল সমুদ্র যখন ভিজিয়ে দিচ্ছিল আমার শুকনো শরীর, তুমি বারবার মুছে দিচ্ছিলে লবনাক্ত ক্ষুদ্র কণা। সেদিনের উষ্ণ পরশ অনুভবে সুপ্ত ছিল। ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েও কাছে টেনে নিয়েছিলে। ছেলে হয়ে জলে এত ভয়। কান পেতে হৃদস্পন্দন শুনেছিলে। সেও ছিল আমার প্রথম প্রেম।

নদীর বুকে পালতোলা নৌকার বাতাসের বিরুদ্ধে গর্জন আমার বুকে ভয়ের বাতাবরণ তৈরি করেছিল। সেদিন জল টলোমলো নৌকার এক কোনায় দাঁড়িয়ে তুমি যখন টাইটানিক মনে করেছিলে, আমি তখন কিনারায় পৌঁছানোর পথ খুঁজতে ব্যস্ত। সহসা তোমার ঝাকুনি মনে হলো এবার বিলীন হব এই উত্তাল নদী গহ্বরে। খরস্রোতা নদীখাতে। শক্ত হাতে ধরেছিলে দুহাত। অনুভবে আমার প্রথম প্রেম।

চলতে চলতে পথে রেলের তাৎক্ষণিক ভেঁপু যখন কান ঝালাপালা করে গতি বাড়াতে প্রস্তুত আমি তখন বধিরের ন্যায় ঠায় দাঁড়িয়ে। ক্ষণিক কোথায় হারিয়ে গেলে। হাহাকার বুকে কত কি ভেবে ক্রন্দনরত দুটি কাক জানান দেয়, তুমি গাছের আড়ালে লুকিয়ে। বিদ্যুৎ খেলেছিল সারা শরীরে, সে প্রথম প্রেম।

রৌদ্রের প্রখর তাপে কাঠ ফাটে মাথা পুড়িয়ে ঘামের বিন্দু যখন মুখবলয়ে সিন্ধু হতে প্রস্তুত। তুমি এক লহমায় মুছে দিতে সকল ক্লান্তি। আমার প্রথম প্রেম। ছেলে হয়ে এত ক্লান্তি মানায় না।

বিক্ষোভের মিছিলে পুলিশের লাঠিচার্জ। ফাটা কপালে তুমি প্রলেপ দিতে ব্যস্ত। আমি সংজ্ঞাহীন। ফিরে এসে বলেছিলে আর যেওনা। আমি চাকরি করে খাওয়াবো। তুমি ছেলে। প্রতিবাদ তোমার দ্বারা হয়না। আমার প্রথম প্রেম।

Read More

এমন যদি হতো,
পদের লোভে পদতলে আমার মাথা নত।
আমি হতেম তোমার পদের অলঙ্কার মতো,
তবে, করি মাথা নত?

-Surjendu Gayen

শুভ রাত্রি

-Surjendu Gayen

কবিতা: একান্ত আপন
কলমে: সূর্য্যেন্দু গায়েন
আমাদের ভালোবাসা,
খুঁজেছিল ভালো বাসা।
মনে মনে কত ভাষা,
মনে ছিল কত আশা।

সে প্রেম ছিলনা গোপন,
সে প্রেম একান্ত আপন।
অনুক্ষণ অকারণ,
সুখী ছিল সে জীবন।।

দিবা- নিশি হাসি খুশি,
প্রেম রাগ রাশি রাশি।
যতবার কাছে আসি,
বলে যাই ভালোবাসি।

মুক্ত বিহঙ্গের দল,
মগ্ন প্রেমে নাই কোলাহল।
স্মৃতি আজ নিরব নিশ্চল,
ভালো বাসা ছিল নকল।

বিফলে, নিস্ফলে মিলুক মন,
ঘুচুক সকল বাধা উচাটন।
স্বপ্নে বিভোর ঘটুক মিলন,
সে যে শুধুই আমার একান্ত আপন।।

Read More