এই প্ল্যাটফর্মে অনেক সমস্যা দেখছি। নিয়মিত লেখা পোস্ট করার পর কে গল্প পড়লো, তার কেমন লাগলো, এই সব মন্তব্যের কোনো জায়গায় দেখছি না। লেখক ও পাঠকের যোগাযোগের কোনো উপায়ে নেই। গতকাল আমি পোস্ট করলাম যে "মিশন ইন্ডিয়ানা"র ১০টা পর্ব যারা পড়েছে তারা রিপ্লাই দাও। কারোর থেকে কোনো রিপ্লাই পেলাম না। আমি দুঃখিত। এই "মিশন ইন্ডিয়ানা" গল্পটা আর এখানে কানটিনিউ করতে পারছি না।