THE TALE OF LOVE - 11 in Bengali Thriller by Sujit Sarker books and stories PDF | THE TALE OF LOVE - 11

Featured Books
Categories
Share

THE TALE OF LOVE - 11

Catagory-(Romantic🙈+Thriller😈☠️+Psycho🔪+Toxic🥵+Crime🦹‍♀️+Foreign plot🥀+Sad ending😭💔)

Episode-12

(রেড এলার্ট❌🔞⛔: এই পর্বে একটু ভায়োলেন্স আছে আর তাই দুর্বল হৃদয়ের ব্যক্তিরা ঐ অংশ স্কিপ করতে পারেন। মূলত প্রাপ্তবয়স্ক ও মুক্তমনাদের জন্য প্রযোজ্য।☠️☠️)

আজ সানডে ভার্সিটি বন্ধ আর তাই বেলা বসে বসে টিভি দেখছে।চ্যানেল পাল্টাতে পাল্টাতে
একপর্যায়ে নিউজ দেখতে পায় খবরে দেখাচ্ছে কাল প্রায় রাত আড়াইটা নাগাদ এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটির নাম ন্যান্সি ধরা হয় যে ক্লাব থেকে বাড়ি ফেরার পথে এক গাড়িতে উঠে এবং সেই গাড়িতেই তাকে ধর্ষণ করা হয়। প্রায় দীর্ঘদিন পরে এই ঘটনা দেখে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় পুলিশ এই কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে। খবরটা শুনে বেলাও ভয় লাগে সেই সাথে মেয়েটির জন্য খারাপ লাগে। ঠিক সেই সময়ে রিক এসে বেলার কাছ থেকে রিমোট নিয়ে চ্যানেল পাল্টে দেয় এতে কিঞ্চিত বিরক্ত হলেও মুখে কিছু বলে না। এমনিতেও খবরটা দেখার পর‌ সে একটু ডিস্টার্বড হয়ে আছে।
সিক্রেট এজেন্ট Mr. AR এর সামনে ডেভিড বসে আছে চিন্তিত মুখে।

"স্যার আপনি কি গত রাতের ঘটনা সম্পর্কে অবগত?"

"হ্যাঁ আমি জানি কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না আমি নিজে ওর চোখে ভালোবাসা দেখেছি "

"শয়তানের কোনো ভালোবাসা হয় না স্যার"

"কিন্তু ওর ভালোবাসায় কোনো ছলনা ছিল না ডেভিড আমি হান্ড্রেড পার্সেন্ট সিওর"

"তবে কি সে আমাদের বোঝাতে চাইছে যে আবার ফিরে আসছে হয়তো আরো ভয়ঙ্কর হয়ে"
ডেভিডের কথায় Mr. AR এর মনেও প্রশ্ন জাগে তার কপালে ভাঁজ পড়ে।

"হয়তো বা তুমি ঠিকই বলেছ যাহোক মোলেস্টেট হওয়া মেয়েটার বায়োডাটা এনেছো? তাকে কিভাবে রেপ করা হয়েছে এ ব্যাপারে প্রশাসন কি বলছে?"

"স্যার পুলিশ তদন্ত করছে আজকে বিকেলে নাকি ব্রিফিং করবে তখনই জানা যাবে আর এই বায়োডাটা"

"হুম" ,গম্ভীর কণ্ঠে বলেন মিঃ এআর।
বিকেলের রেপ কেস নিয়ে ব্রিফিং করছে পুলিশেরা সেটার লাইফ টেলিকাস্ট হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ছড়িয়ে আছে এই খবর। রিকার্ডো বাড়িতে নেই কোথাও একটা গিয়েছে বেলা বুঝে না এই লোকের কি এত কাজ। যেখানে সবাই দুঃখ প্রকাশ করেছে সেখানে এই লোকের কোনো ভাবান্তর নেই যা হোক যাওয়ার আগে সে বার বার বেলাকে সাবধান করে গেছে। হয়তো পরিস্থিতি ভালো নয় তাই যতো যাই হোক রিক তার প্রতি অনেক কেয়ারিং তা এই কয়দিনে বেলা বেশ বুঝতে পেরেছে। আপাতত সে দরজা ভাল করে লক করে টিভির সামনে বসে নিউজ দেখছে সেখানে পুলিশেরা রেপের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছে।

"স্যার আমারা কি জানতে পারি যে রেপ কিভাবে করা হয়েছে ?" (সাংবাদিকরা)

Police:" দেখুন আমারা পোস্টমর্টেম রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ থেকে যতদূর জানতে পেরেছি যে গত রাতে মেয়েটি অতিরিক্ত ড্রাঙ্ক ছিল আর সে গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখনই সে একটা গাড়ি দেখতে পায় এবং লিফ্ট চায় সে গাড়িতে উঠে পড়ে তখন তাকে কিছুদূর নিয়ে যাওয়ার পর রেপ করা হয় যেহেতু রাত গভীর ছিল তাই লোকজন বেশি ছিল না।"

Reporter's:" তাই বলে কি একটা মেয়ের চিৎকার কেউ শুনতে পাই নি?"

Police:" ব্যাপারটা তেমন নয় আমরা যে গাড়িতে তাকে উদ্ধার করি সেটা সাউন্ড প্রুফ ছিল তাই চিৎকার বাইরে পৌঁছায় নি।"

Reporter's: "মেয়েটির এখন কি অবস্থা?"

Police: "আমার যখন যাই তখন মেয়েটিকে মৃত দেখতে পাই তার অবস্থা এত বাজে ছিল যে শনাক্ত করতেই কষ্ট হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্টে উল্লেখ করা যে মেয়েটির যৌনাঙ্গ মারাত্মকভাবে আহত করা হয় কোনো ধারালো ছুরি দিয়ে তার যৌনাঙ্গ যখম করা হয় এবং গলায় অতিরিক্ত চাপ দেওয়ার তার হাঁড় ভেঙ্গে যায়। এছাড়া স্তনে বারংবার ছুঁড়িকাঘাত করা হয় এমনকি তার মুখে শরীরে এসিড নিক্ষেপ করে জ্বালিয়ে দেয়া হয়। তার শরীর দেখে মনে হচ্ছিল যেনো কোনো জন্তু জানোয়ার তাকে ছিঁড়ে খেয়েছে। শেষে গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয় যাতে করে বোঝা যায় যে এক্সিডেন্ট হয়েছিল কিন্তু ভোর হয়ে যাওয়ার এলাকাবাসী আগুন দেখে আমাদের খবর দেয়।"

Reporter's: "এত জঘন্য অপরাধ কে করতে পারে বলে আপনাদের মনে হয়?"

police:" আমারা এখনো এ ব্যাপারে কিছু বলতে পারছি না তবে ভিক্টিমের বুকে ছুরি দিয়ে কেটে গভীরভাবে DARK লেখা।আমরা ধারণা করছি কোনো সিরিয়াল কিলার এসব করেছে।"

Reporter's: "এখন ভিক্টিমের পরিবারের কি অবস্থা?"

Police:" আমারা তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি এবং সেই সঙ্গে সরকারের তরফ থেকে প্রতি মাসে তাদেরকে সাহায্য করা হবে।"

এই টুকু শোনার পর বেলার হাত-পা কাঁপছে সে সেন্সলেস হয়ে পড়ে। এতো ভয়ানক কথা শুনে যে কারোই ভয় পাওয়ার কথা যদি না সে পাষাণ হৃদয়ের ব্যক্তি হয়।
বদ্ধ পরিত্যক্ত এক ঘরে এক যুবক ছুঁড়ি হাতে বসে আছে পুরো রুম জুড়ে মৃদু আলো। সামনে থাকা এক মেয়ের শরীর খন্ড বিখন্ড করতে ব্যস্ত হয়ে আছে। চাপাতি দিয়ে প্রথমে মেয়েটির শরীর থেকে হৃদপিন্ড আলাদা করে দেয় তাজা রক্ত ছিটকে পড়ে। 

হৃদপিন্ড হাতে নিয়ে সে বলে, "মানুষের হৃদয়ে নাকি ইমোশন থাকে কই? আমি তো দেখতে পাচ্ছি না দেখো তোমারই সামনে আমি তোমার প্রতিটা বডি পার্ট কে টাচ করলাম । কি সুন্দর করে তোমার হার্ট আলাদা করলাম কিছু তো বললে না?" বলেই চটকে ফেলে হার্টটাকে তাজা রক্তে তার পুরো শরীর ভিজে যায়।🩸🩸🔪

ঘর কাঁপিয়ে সে বিকট শব্দে হেসে ওঠে, "ডার্করা কখনো বদলায় না বার বার ফিরে আসে।" বলেই গুনগুন করে গান গাইতে থাকে,

It's close to midnight
And something evil's lurkin' in the dark
Under the moonlight
You see a sight that almost stops your heart
You try to scream
But terror takes the sound before you make it
You start to freeze
As horror looks you right between the eyes
You're paralyzed

'Cause this is thriller
Thriller night
And no one's gonna save you
From the beast about to strike
You know it's thriller
Thriller night
You're fighting for your life
Inside a killer
Thriller tonight

ধীরে ধীরে সে অন্ধকারের কালো রঙে নিজেকে লুকিয়ে ফেলে... চলবে🥀🥀