Catagory-(Romantic🙈+Thriller😈☠️ Psycho🔪+Toxic🥵+Crime🦹♀️+Foreign plot🥀+Sad ending😭💔)
Episode-4
ঐশ্বর্যকে দেখে বেলা একটু ঘাবড়ে যায় কিন্তু রিক ততক্ষণে এসে পড়ে।
ঐশ্বর্য বলে, "আমি এতদিন জানতাম তুই একটা শেমলেস ম্যান 😐 তুই ফ্ল্যাটিংবাজ কিন্তু ব্রো তুই মেয়েবাজ কবে থেকে হলি?😣দিনেদুপুরে একটা মেয়েকে নিয়ে ছিঃ ব্রো ছিঃ এই ছিল তোর মনে?" 😣😣 নাটকীয় ভঙ্গিমায় বলে 😅
যদিও সবাই জানে যে যত যাই হোক না কেন রিক কোনো মেয়ের সাথে খারাপ কিছু করবে না তবুও মূলত তাকে ক্ষেপাতে কথাটা বলেছে ঐশ্বর্য 😁😁এদিকে ইরা ছলছল নয়নে তাকিয়ে আছে রিকের দিকে। ইরার তাকানো দেখে রিক অগ্নি চোখে ঐশ্বর্যের দিকে তাকায়।😡😡
"ও হো ইরা বেবি হোয়াই আর ইউ ক্রায়িং সুইটহার্ট 😣।ট্রাস্ট মি আমি কিছুই করি নি এই ঐশ্বর্যের বাচ্চা তো আমাকে এমনিতেই সন্দেহ করছে । ইউ নো না বেবি সবাই আমাকে কতো হিংসা করে" বলেই চোখ মারে 😎😎
"দেখ ব্রো যা হওয়ার তা হয়ে গেছে কিন্তু একটা ব্যাপার বল তুই কি করার জন্য আর কোনো মেয়ে পালি না ওতো এখনও অনেক ছোট।"
ঐশ্বর্যের এই কথা শুনে রিক বলে, "করার জন্য মানে? 😡What do you mean by that? বলেই ভ্রুযুগল কুঁচকে ফেলে 🤨"এমন যায়গায় মারবো না ভবিষ্যতে আর বাবা হওয়া লাগবে না বলেই এগোতে থাকে" 👊😠
ঐশ্বর্য কোনমতে জান বাঁচিয়ে শ্রেয়ার পেছনে লুকিয়ে পড়ে 😅😅
এদিকে এতক্ষণ এদের পাগলামি দেখছিল বেলা। ফিসফিস করে বললো, "পাগলের বংশধর সব।"
রিক এদের ছেড়ে বেলার কাছে চলে যায় এবং বলে, "এখানে থেকে কি খালি আমাদের কথা শুনলে চলবে? যাও ফ্রেশ হয়ে নাও আমি ব্রেকফাস্ট বানাচ্ছি "
বেলা বলে, "আ..মি.. ইই বানাই মুখ কাচুমাচু করে বলল।"
রিক ঐ ফেস দেখে ফিক করে হেসে ফেলে বলে, "ঠিক আছে।"
বেলা চলে যেতেই সবাই ওকে ঘিরে ধরে "ব্যাপারটা একটু খুলে বল ব্রো"😑। তারপর রিক একে একে সব কথা খুলে বলে তাদের। সবাই শুনে তো অবাক। 😱😱
—
আজকে রিক আর ভার্সিটিতে যাই নি। সকালে বন্ধুরা সব চলে যাওয়ার পর ব্রেকফাস্ট শেষ করে ড্রইংরুমের সোফায় বসে ফেসবুক স্ক্রল করছে।এমন সময় বেলা এসে জিজ্ঞেস করে, "আমি আপনার বাড়ি ঘুরে দেখতে পারি?"
এমন সময় রিক বলে, "ঠিক আছে কিন্তু কোনো জিনিসে হাত দিবে না সবকিছু অনেক এক্সপ্রেনসিভ। 😤😤আর হ্যাঁ থার্ড ফ্লোরে একদম যাবে না।"
বেলা মাথা নেড়ে সম্মতি জানালো।
বেলা চলে যেতেই রিক মুচকি হেসে কিছু একটা ভাবলো আর তারপর আবার তার কাজে মনোনিবেশ করল।
এডউইনের বাড়িটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত। প্রেবেশদ্বারে লাল রঙের কার্পেট বিছানো দুপাশে সারি সারি লাল গোলাপের টব । বাড়ির পেছনে একটা বড় সুঁইমিংপুল আছে। এছাড়া একটি বাগানও আছে যেখানে দেশি বিদেশি সব রকম ফুলের গাছ লাগানো আছে। বাগানের একপাশে তিনটি চেরি ব্লসময়ের গাছ আছে । রিকের ঘরের জানালা দিয়ে দেখা যায়। বাড়িটি তিনতলা বিশিষ্ট কিন্তু বাড়ির অবকাঠামো দেখলে মনে হয় কোনো মাফিয়ার বাড়ি। নিচতলায় কিচেন ও ড্রইং রুম ও কয়েকটা গেস্ট রুম। দোতলায় পুরো জায়গা জুড়ে রিকের ঘর আর তারপাশে একটা ঘর আছে যদিও তা রিকের ঘরের মতো অতো বড় না তবুও আর পাঁচটা সাধারণ ঘরের চাইতে আলাদা। ঐ ঘরেই বেলা থাকে। উপরের তিনতলা সম্পুর্ণ আলাদা কেমন যেন একটা ঘুটঘুটে অন্ধকার মতো। কিন্তু কেউই জানে না ঐখানে কি রহস্য লুকিয়ে আছে 🤐☠️
—
দুপুরের খাবার খাওয়ার পর বেলা রিকের রূমের সামনে যায় নক করে কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না আসায় রূমে ঢুকে পড়ে। কিন্তু রূমে ঢুকেই সে স্তব্ধ। কারণ রিকের রূমের পুরো দেওয়ালটিই লাল রঙের। নিচে সাদা রঙের কার্পেট বিছানো।ঘরে দুটো আলমারি কালো রঙের মোটামুটি ঘরের সব আসবাবপত্রই কালো🖤🖤 ঘরভর্তি দামী দামী আসবাব যে কেউ দেখলে সহজেই বুঝতে পারবে যে লোকটা কতটা শৌখিন কিন্তু একটা ব্যাপার বেলাকে ভাবাচ্ছে সেটা হলো রঙের তারতম্য পুরো রুম শৌখিন আসবাবপত্রে ভর্তি থাকলেও প্রথমবার কেউ তার ঘরে প্রবেশ করলে গা ছমছম করে উঠবে।
রিকের বাড়িতে কেউ নেই। তবে তাদের সঙ্গ দিতে আর একটি প্রাণীর দেখা মিলে সেটা হলো রিকের আদুরে সাদা কুকুর 🐕 নাম জোনাথন যাকে রিক আদর করে জন বলে ডাকে। সাদা রঙের নরম তুলতুলে কুকুরটি বেলার ও পছন্দ হয়েছে কিন্তু আপাতত সে এখানে নেই।
তার এই ভাবনার মাঝে রিক এসে পড়ে এবং বেলার সামনে গিয়ে দাঁড়ায়। সিক্স প্যাক ওয়ালা ফর্সা সুঠাম ও সুন্দর দেহের অধিকারী পুরুষটির দিকে তাকাতেই তার হৃদস্পন্দন যেন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। রিকের পড়নে শুধু একটা হোয়াইট টাওয়াল ছিল যেটাও নাভির নিচে সদ্য শাওয়ার নেয়ার কারণে চুল থেকে টপটপ করে জল তার মুখে পড়ছে। মুখ থেকে তা রিকের এডামস এ্যাপেলের দিকে গড়াতে গড়াতে বুক বেয়ে নেমে আসছে।🥵🥵🥵 এতক্ষন ধরে বেলা তা খেয়াল করছে।
হঠাৎ করে রিকের খুক খুক কাশির আওয়াজে তার ধ্যান ভাঙে।
রিক বলে, "দেখা শেষ? 🤨🤨 নাকি আরো বাকি আছে?" বলেই ঠোঁট কামড়ে হাসে😉😉
বেলা এমন লাগামছাড়া কথা শুনে বেশ লজ্জা পায় 🙈🙈🙈
"তা হঠাৎ ম্যাডামের আমার ঘরে আগমনের কারণ? কোনো বিশেষ দরকার?"🤨🤨
"না..আ..স.লেএ মানেএ ঐইই পুরো বাড়ি ঘুরে দেখতে দেখতে আপনার রুমের সামনে চলে আসি। আমি বাইরে থেকে নকও করেছিলাম কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে ঢুকে পড়ি। সরিইইইই" 😔😔
"তা আমার রুম দেখছিলেন বুঝি? পছন্দ হয়েছে?"🤨🤨
মাথা নাড়ায় বেলা, "কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞেস করব?"
বেলার কথা শুনে রিক ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে এতে বেলা একটু ঘাবড়ে যায়। কিন্তু পরক্ষণেই রিক হেসে বলে, "হুম"।
"আপনার রুমটা আর পাঁচটা সাধারণ ঘরের চাইতে আলাদা। পুরো রুম জুড়ে শুধু লাল কালো আর সাদা রঙের সমাবেশ ❤️🖤🤍 কিন্তু কেন?"🤨
বেলার প্রশ্নে রিক কিছুক্ষণ তার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপর বলে,
"শোন মেয়ে এতো কৌতুহল ভালো না। পৃথিবীতে এমন অনেক কিছুরই রহস্য লুকিয়ে আছে যেগুলোর উন্মোচন না হওয়াই ভালো বুঝলে?"
রিকের এই জটিল কথার মারপ্যাঁচ বেলার ছোট্ট মাথায় ধরে না তাই সে অবুঝের মতো শুধু মাথা নাড়িয়ে বলল, "হুম" 😔
তুমি না আসলেও আমিই তোমার কাছে যেতাম।"এবার মুখ তুলে তাকায় রিকের দিকে এবং প্রশ্ন করে কেন?🙁🙁
রিক বলে...চলবে🥀🥀