নিঃশব্দের পথ
জীবনের কিছু মুহূর্ত আসে,
যখন শব্দ থেমে যায় —
যখন ব্যাখ্যার আর কোনো মানে থাকে না,
আর তখন শুধু সত্যের নীরব পদচারণাই বাকি থাকে।
এই ছবিটিতে এক মানুষ হাঁটছে —
কুয়াশা আর আলোর ভেতর দিয়ে।
না তাড়াহুড়ো করছে, না ফিরে যাচ্ছে —
শুধু এগিয়ে চলেছে নিঃশব্দে।
তার পেছনের দুনিয়া কুয়াশায় মিশে যাচ্ছে,
আর সামনে কী আছে সে জানে না —
তবু সেই দিকেই তার যাত্রা,
কারণ সেখানে আছে বাস্তব, আছে সত্য।
এই হল সেই মানুষের পথ,
যে সত্যকে বেছে নিয়েছে।
এমন সত্য নয়, যা প্রশংসা পায়,
বরং সেই সত্য, যা প্রায়ই একা হাঁটে —
নিঃশব্দে, দৃঢ়ভাবে, কারও চোখে না পড়ে।
তার প্রতিটি পদক্ষেপ ভেদ করে কুয়াশা,
প্রতিটি নিঃশ্বাস যেন বলছে —
“কেউ না হাঁটলেও আমি হাঁটব,
কারণ আমার পদক্ষেপ আলোর পথে।”
তার চারপাশের নীরবতা কোনো শূন্যতা নয় —
ওটাই তার শক্তি,
ওটাই তার আত্মার গর্জন,
যার সাক্ষী লাগেনা।
একদিন যখন জনতার সব শব্দ মিলিয়ে যাবে সময়ের ভেতর,
এই নীরব পদচারণার প্রতিধ্বনি
সব চিৎকারের চেয়েও জোরে শোনা যাবে।
কারণ যারা নিঃশব্দের পথে হাঁটে,
তারা কখনও একা হাঁটে না —
তারা হাঁটে সত্যের সঙ্গে।
— যোগী কৃষ্ণদেব নাথ