স্বপ্ন
বিতান
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন-
ভাবতে ভালো লাগে!
পড়তে গেলে মন যে বসে না,
স্বপ্নই যেন টেনে রাখে।।
স্বপ্ন যদি সত্যি করতে চাও,
জীবনে জ্বালো আলো,
যত পড়িবে তত জ্ঞান বাড়বে
জগৎকে তুমি চিনিতে পাবে।
বিধাতা যে কী করেন সবার অজানা-
চেষ্টা করে দেখো তুমি,
করবে না কেউ মানা।।