বাস্তব জীবন
বিতান
নদীর বুকে পিউ পিউ করে পাখি ডাকে,
শন শন বাতাসে যেন আঁকড়ে ধরে রাখে।
বিকেলের মিষ্টি আবহাওয়া,
নদীর স্রোতে ভেসে যাওয়া জীব—
নতুন দিনের সৃষ্টির জীব।
নদীর বুক থেকে শোনা যাচ্ছে
মানব সভ্যতার গান।
তাইতো আমরা সিন্ধু নদীর তীর থেকে
পেয়েছি হিন্দুস্থান;
তাইতো ভারতবর্ষের আরেক নাম হিন্দুস্থান।
পড়ে যাক আমার লেখা—
থাকবে চিরকাল।