কেমন আছেন ?
জানি তো ভালোই আছেন ,,আমাকে তো আর মনে পড়ে না ।পড়বে কেনো ? আমি আপনার কে হই?
কিছু লাগলেই তো মনে পড়বে !
আজ হঠাৎ করেই মন খারাপ হয়ে গেলো । উঁহুহ আপনার কথায় মনে পড়ছে ।জানি না যখনি আপনাকে ভুলতে চাই তখনি চোখ দিয়ে পানি পড়ে।বুঝি না কেনো পড়ে ? কে হন আপনি আমার ? হঠাৎ করেই আজ বড্ড দেখতে ইচ্ছে করছে আপনাকে .
দেখতে তো রোজই ইচ্ছে করে কিন্তু আজ একটু বেশি করছে ।মনে হচ্ছে একটু যদি দেখতে পারি তবে পৃথিবীর সব চেয়ে সুখি মানুষ টি হবো আমি ।আমি এটাও জানি আপনার সেই চোখে বেশি সময় চেয়ে থাকার সাধ্য আমার নেই । তারপর ও বেহায়া মন আপনাকেই দেখতে চায় ।কেনো চায় একটু বলবেন আমাকে ?
আমি আজ ক্ষতিগ্রস্ত।হ্যা আপনার কারনে ক্ষতিগ্রস্ত,কি ওমন লস হতো আপনার যদি আপনি কখনো আমার সামনে না আসতেন তো ?
জানেন মাঝে মাঝে নিজেকে বড্ড অসহায় অনুভব করি ।
আচ্ছা এক তরফা ভালোবাসা এতো কষ্টের কেনো হয় ?
আমি জানিনা এটা ভালোবাসা নাকি অন্য কিছু?
নাকি কয়েক দিনের মোহ !
কয়েক দিনের মোহ তো কেটে যায় কিন্তু মায়া টা রয়ে যায় .!
একটু বলবেন আপনার জন্য আমার মনে এতো কিসের টান?
হঠাৎ বৃষ্টি হলেই মনে হয় আপনি হয়তো কাকভেজা হয়ে আমার দিকে ছুটে আসবেন ।আবার আপনাকে নিয়ে চিন্তা ও হয় আমার ।এই যে বৃষ্টি হচ্ছে এই সময় আপনি কোথায় আছেন ? কেমন আছেন ? বৃষ্টিতে ভিজে ঠান্ডা না বেঁধে বসে আবার আপনার।এই তো গরম পড়ল ! গরমে ঘেমেনেয়ে একাকার হয়ে যাওয়া আপনার মুখ টা দেখতে বড্ড ইচ্ছে করে . আপনাকে নিয়ে চিন্তা ও হয় !
গরমে আপনার অবস্থা টা কি ? বেশি গরম লাগে না তো ?
আপনাকে মাঝে মাঝে এলোমেলো অবস্থায় ও দেখতে চায় এই মন ।আপনার কুঁচকে যাওয়া পাঞ্জাবি।গায়ের সঙ্গে লেপ্টে থাকা ঘামের গন্ধ, উস্ক খুশ্ক এলোমেলো চুল । খোঁচা খোঁচা দাড়ি তেও দেখতে চায় মন ।এই মন এতো বেহায়া কেনো বলেন তো ?
এই যে আপনি এতো দিন ধরে আমার মনের মাঝে বাস করেন ? এক বার তো ভাড়া ও দিলেন না ?
এই আপনি এমন কেনো ?
এই আবেগী কিশোরীর মন চুরি করে নিজে তো আরামে ঘুমাচ্ছেন।এক বার কি মন টা খারাপ করে না ?
ভালোবাসা সে নাকি এক অসহায় অনুভূতি!
তবে আমার কাছে ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। শরীরের ঠান্ডা শিহরণ সে ,যার আসার সময় আমরা টের পাই না তবে খানিক বাদে যখন উপলব্ধি করি তখনি মানুষ টি আর থাকে না । ভালোবাসা যে কারো সাথে হতে পারে ।সেই মানুষ টি হোক পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি কিংবা পৃথিবীর সব থেকে সুদর্শন ব্যক্তি।ঠিক সেই অনুভূতির গভীরে যখন ডুবে যাই, তখনই মনে হয়—ভালোবাসা আসলে কোনো যুক্তি মানে না। সে এসে হুট করেই হৃদয়ের দরজায় কড়া নাড়ে, ঠিক যেমন তুমি নাড়ালে আমার হৃদয়ে।
জানো, কখনো কখনো মনে হয়, তুমি যেন আমারই এক অংশ, যা আমি ছুঁতে পারি না, ছুঁয়ে দেখতে চাই, কিন্তু পারি না। তুমি আছো, তবুও নেই। তুমি দূরে, তবুও সবচেয়ে কাছের। এই অনুভূতি বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা নেই, শুধু জানি, তুমি আছো আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা ভাবনায়।
তোমাকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। তুমি কোথায় যাচ্ছ, কী করছ, কেমন আছো—সব কিছু জানতে ইচ্ছে করে। অথচ জানি, এসব জানার কোনো অধিকার আমার নেই। জানি, তুমি আমার নও। তবুও, আমার এই উন্মাদ মন তোমাকে নিজের ভেবে বসে।
রাতের গভীর নিস্তব্ধতায় তোমার অনুপস্থিতি আমাকে কুরে কুরে খায়। জানো, কতবার মনে হয়েছে তোমার একটা বার্তা আসবে, একটা ডাক আসবে? কিন্তু না, তুমি তো অচিনপুরের এক রাজা, যার কাছে আমার অস্তিত্ব নেই।আচ্ছা, তুমি কি একটুও টের পাও না আমার মনের এই টান? একটুও কি তোমার বুকের ভেতর শিহরণ জাগে না? নাকি তুমি নিঃস্পৃহ?আমার ভালোবাসা একতরফা, জানি। তবু, আমি ভালোবাসি।তুমি আমাকে না ভালোবাসলেও, আমি তোমার জন্যই আছি, তোমার জন্যই থাকব। কেননা ভালোবাসা তো দখল নেওয়া নয়, ভালোবাসা তো কেবলই অনুভব। আর আমি তোমাকে অনুভব করি… প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে।
ভালোবাসা বুঝি না, শুধু জানি তুমি আছো আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভূতিতে।
তোমার খবর নিতে কোনো অধিকার নেই তবু মনে হয়, তুমি কেমন আছো? কোথায় আছো? আমাকে একবারও কি মনে পড়ে?
তুমি দূরে থেকেও এত কাছে কেন? কেন এই মন শুধু তোমাকেই খোঁজে?জানি, তুমি আমার নও। তবু, ভালোবাসা তো দখল নয়, ভালোবাসা শুধু অনুভব। আর আমি তোমাকে অনুভব করি—নিঃশব্দে, নির্ভীকভাবে, একতরফাভাবে… চিরকাল।