ওহ্, আজ বুঝি স্বাধীনতা দিবস?
আজকে পেয়েছিলাম স্বাধীনতা?
দেশ থেকে ভেগেছিল চোর ডাকাত,
ফেলে গেছিল নৃশংসতা?
ওহ্, আজ বুঝি সেই স্বাধীনতা দিবস?
দেশের সাহসী ছেলেরা প্রাণ দিল যেদিন?
তবে আজ কেন তারা জীবন চাইছে,
চাইছে নারীর নির্যাতন?
কখনও র্যাগিং, কখনো ধর্ষণ,
এই বুঝি আমাদের স্বাধীনতা?
আজকে এই 15ই আগষ্টে যেন
হারিয়েছে মনুষ্যতা।
প্রতিবছর পতাকা টানাই,
গর্ব করি সেই ছেলেদের প্রতি।
হুট করে আজ ভুললাম কেন?
কেন ভাবছি, এতে কার লাভ কার ক্ষতি?
পোস্ট করতে ভয় পাই আমি,
না জানি কার কুদৃষ্টি লুকিয়ে আছে।
আমি তো একটু স্বাধীনচেতা,
আঘাত না আসে একটা ভুল কাজে।
ওহ্, আজ নাকি স্বাধীনতা দিবস!
কার জন্য এই স্বাধীনতা?
আজও মেয়েদের পোশাকে যা নেই,
নেই রাতে একা ঘরে ফেরার সাহসিকতা।
কেন কেন কেন? প্রশ্ন হয় আমার।
টেস্টোস্টেরনের এত কীসের অহংকার?
একটু দেখো চেয়ে, তোমারি মতন কিছু যুবক…
এগিয়ে আসছে, বাঁচাতে নারীর অঙ্গীকার।
নারী তুমি সেল্ফ ডিফেন্স শেখো।
কে জানে ট্রেনার ছেলেটির মনে কী আছে?
সে নেবে না তো সুযোগ? কারণ,
এখন ভালো কর্মেরও ফল মৃত ধর্ষিতা হওয়া যে…
অনেক লিখে ফেলেছি আমি,
থামতে পারছিনা কিছুতেই।
উনিশ বছরের জমানো ঘৃনা
লাগছে উগড়ে দেব মুহুর্তেই।
এইযে তোমরা সিগমা মেইল,
বলো, সবই পোশাকের দোষ।
আচ্ছা, ছেলেদের কি ঘাড়ে ব্যথা হয়?
একবার চোখ মাটিতে নামালেই তো হয় বেশ!
আজ রুখে দাঁড়িয়েছে নারী-পুরুষ,
হাতে নিয়ে মোমবাতি।
যেন তারা জ্বালাতে পারবে সেই রাবণকে।
কিন্তু ওটা রাবণ নয়, রক্তবীজ সে রক্তবীজ।
কী? ছন্দ মিলল না বুঝি?
Women তো! চা খান, চুমুক দিয়ে।
বেশি করে objectify করুন।
যাতে আমরা চলি ঘোমটা দিয়ে।
ওহ্, আজ নাকি স্বাধীনতা দিবস?
জোরে বলো, বন্দে মাতরম্ বন্দে মাতরম্।
পরদিনই আবার মাতৃসমা নারীর দিকে তাকিয়ে নাহয়,
সিটি মেরো। রাক্ষসের মত ঝাঁপিয়ে পোরো তার উপর।
মা আমি চাইনা স্বাধীনতা,
তুমি আমায় বন্দী করেই রাখো।
ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলাম একদিন।
আজ জীবন বাঁচাচ্ছে যারা, তাদের কি অবস্থা দেখো।
দুঃশাসন ধরেছিল চুল,
দূর্যোধন খুলিয়েছিল শাড়ি।
মৌন ছিল পাঁচ স্বামী তার,
যারা যোদ্ধা ভারী ভারী।
সর্বদা নারী দানের বস্তু,
কন্যাদান, পণপ্রথা তারই প্রমাণ।
নারীর মর্জি থাকতে নেই।
সেটাই তো বলে ম্যারিটাল রেপের আইন।
বদল চাই বদল চাই।
আসল পাপীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ফাঁসির মতন আদরের মৃত্যু নয়,
অত্যাচার করে মেয়েটির যন্ত্রণার আভাস দিতে চাই।
আজ বুঝি স্বাধীনতা দিবস,
যেখানে স্বাধীন নয় নির্ভয়া বা স্বপ্নদ্বীপ
স্বাধীনভাবে বাঁচেনা LGBTQ+
লজ্জায় নিভে যায় কবির তেলের প্রদীপ।
কলমে - Sayani Paul,
যে সর্বদা শুদ্ধ আত্মার মানুষের স্বাধীনতা চেয়েছে।
শেয়ারে তারা, যারা সেই দৃষ্টিকে সমর্থন করে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে।
জয় হিন্দ
#justiceforRGKar