প্রেম গুলো মেঘের মতো পরিবর্তনশীল, আর ভালোবাসা গুলো ঋতুর মতো আবর্তনশীল।
কারন- মেঘ যেমন ক্ষনস্থায়ী ঠিক তেমনি প্রেম ও ক্ষনস্থায়ী।
কিন্তু, প্রতি বছর একই ভাবে প্রতিটা ঋতুই শীত-বর্ষা-গ্রীষ্ম সহ বসন্ত-শরৎ-হেমন্ত ফিরে আসে নতুন মুগ্ধতা, ভালোবাসা, সৌন্দর্য আবার একরাশ কান্না নিয়ে আসে বর্ষা। ঠিক তেমনি ভালোবাসায় থাকে হাসি-কান্না, রাগ-অভিমান, পরস্পরের প্রতি নতুন করে ভালোবাসার আবির্ভাব।