মানুষ নিজের মধ্যে বাস্তব কে অনুপস্থিত রেখে, অবাস্তবকে প্রকাশিত করছে।
যেমন- আমার অজানাতে আমার মধ্যে হয়তো কোনো একটি ভালো কাজের প্রতিভা আছে, কিন্তু তা আমাকে ভালো লাগে না। যেখানে অন্যের কোনো কাজ আমার ভালো লাগে, যেটা আমার দ্বারা হবে না।
সেখানে আমি আমার কাজ না করে অন্যের কাজের পেছনে পড়ে থাকি। যা মোটেও উচিত নয়।