ময়ূর-ময়ূরীর বিয়ে।
লেখক:- সোহন ঘোষ।
( Sohan Ghosh)
ডুমাডুম, ডুমাডুম, বাজনা বাজে।
ময়ূরের মাসি, পেখম তুলে নাচে।
ময়ূরের বিয়ে হবে আজ চাঁদনী রাতে,
পাশের গ্রামের ময়ূরীর সাথে।
ময়ূর করতে যাবে আজ বিয়ে,
বনের পাখিদের সঙ্গে নিয়ে।
রজনীগন্ধার মালা পড়ে,
ময়ূর ময়ূরীকে করবে বিয়ে।
চাঁদের আলো সাক্ষী রেখে,
নদীর ধারের ওই কদমতলাতে।