The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.
Continue log in with
By clicking Log In, you agree to Matrubharti "Terms of Use" and "Privacy Policy"
Verification
Download App
Get a link to download app
মনের কথায় নেচো নারে ভাই মন যে বড় ছলনা ময়। অন্যের দিকে দৃষ্টি কেবল নিজের দিকে কভু নয় । কখনো হাসে কখনো কাঁদে কখনো করে লোভ হিংসা। উপরের দিকে দৃষ্টি নাই তার কেবলই দৃষ্টি নিচে তে। সারাক্ষণ কেবল বক বক করে চুপটি কখনো হয় না। মনের কথায় নেচেছে যে পড়েছে সে গভীর গর্তে। যে নাচিয়েছে মনকে সে করেছে বিশ্ব জয় ।
সন্তানের প্রতি মায়ের স্নেহ,ভালবাসার, পবিত্র যে বন্ধন। নয় তো শুধু তা নাড়ীর পবিত্র বন্ধন। যুগযুগ ধরে চলে আসা ভক্তের প্রতি, ভগবানের স্নেহ ভালবাসার পবিত্র সে বন্ধন। আমার প্রতি ও থাকে যেনো মা যুগযুগ ধরে, তোমার স্নেহের,ভালবাসার পবিত্র এ বন্ধন।
সকলকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন।
ছোট্ট একটা আলপিন যদি মানুষের শরীরের কোনো অংশে ফুটলে যেমন ব্যথা দেয়। তেমনি যাকে আমরা বেশি ভালবাসি তার মুখ থেকে বেরনো একটি ছোট্ট কথা আমাদের মন ভেঙে দিতে পারে।
🥺🥺
ভালোবাসা
Come Back to the Present
"বর্তমানে ফিরে আয়" ✍️ bubai মন তুই থাকিস বড় অতীত আর ভবিষ্যৎ, এর চিন্তা নিয়ে। এর মাঝে থেকে যে তুই হারাছিস, বর্তমান কে। অতীত যে গেছে চলে, আসবে না আর সে তো ফিরে। ভবিষ্যৎ আসেনি এখন, তাতেও থেকে লাভ নেই তোর। বর্তমানে থাকিস যদি পারবি করতে, কাজ নিজের মতো। তার ফলে তৈরি হবে ভবিষ্যৎ তোর ইচ্ছে মতো। তাই বলি মন রে শুধু থাকিস না আর অতীত, ভবিষ্যৎ নিয়ে।
**আমি তোমাকে ভালোবাসি, কেবল কারণ আমি ভালোবাসি** আমি তোমাকে ভালোবাসি,এই কারণে যে, শুধু তোমাকে ভালোবাসি আমি— ভালোবাসা থেকে দূরে যাই, আবার ফিরে আসি অভিমানে ভেজা প্রেমে। কখনও তোমার অপেক্ষায় কাঁদে মন, কখনও তোমাকে ভুলতে চাই— কিন্তু হৃদয়টা যেন দুর থেকে পুরনো স্মৃতিতে ফিরে যায় তোমাকেই ভালোবাসি, কেননা তুমি তো আমার ভালোবাসার একমাত্র পথ। তোমাকে ঘৃণা করি কখনও, এত গভীরে যে, সে ঘৃণাতেই নিজেকে হারিয়ে নিঃশেষে ফিরে যায় আবার তোমারই স্মৃতিতে। হয়তো প্রেমের পুরোনো স্মৃতি এসে ছিনিয়ে নেবে আমার হৃদয়ের শান্তি, ফেলে দেবে উন্মাদের মতো পুরোনো স্মৃতির দাবানলে। এই গল্পে আমি একাই হারাই, আমি একাই মরব ভালোবাসায়— কারণ আমি ভালোবাসি তোমায়,
সময় সময় যখন ছিল কাছে, করেছি অনেক নষ্ট। এখন দেখো সময় কেমন, দিচ্ছে আমায় কষ্ট। জানি না তো কতো সময়, করেছি আমি নষ্ট? নষ্ট সময়ের জন্য আর কত, পেতে হবে কষ্ট? সময় বলে দেখ বেটা করবি , কি আর কখনো সময় নষ্ট? আমি বলি আর না, অনেক করেছি আমি সময় নষ্ট। এবার থেকে দেব আমি, সময়ের যথার্থ মুল্য। সময় একবার গেলে চলে, ফিরে না সে কভু ভুল করে।
Copyright © 2026, Matrubharti Technologies Pvt. Ltd. All Rights Reserved.
Please enable javascript on your browser