Quotes by Bubai in Bitesapp read free

Bubai

Bubai

@bubai.159930

সময়


সময় যখন ছিল কাছে,
করেছি অনেক নষ্ট।
এখন দেখো সময় কেমন,
দিচ্ছে আমায় কষ্ট।

জানি না তো কতো সময়,
করেছি আমি নষ্ট?
নষ্ট সময়ের জন্য আর কত,
পেতে হবে কষ্ট?

সময় বলে দেখ বেটা করবি ,
কি আর কখনো সময় নষ্ট?
আমি বলি আর না,
অনেক করেছি আমি সময় নষ্ট।

এবার থেকে দেব আমি,
সময়ের যথার্থ মুল্য।
সময় একবার গেলে চলে,
ফিরে না সে কভু ভুল করে।

Read More

"আছি আজও"

তোমার যখন ছিল না কিছু,
আপন ছিলাম আমি।
এখন তুমি সব পেয়েছ,
পর হয়ে গেছি আমি।

পাওয়ার নেশায় ছেড়েছ আমায়,
ভাবোনি অন্য কিছু।
আবার যখন থাকবে না কিছু,
ফিরে এসো আমার হেতাই।

জানবে আমি বসে আছি,
তোমার ফেরার পথ চেয়ে।
ফিরে যদি পাও সব কিছু,
আবার না হয় যেও ছেড়ে।

আবার আমি থাকবো বসে,
তোমার ফেরার পথ চেয়ে।

✍️ বুবাই

Read More

অলস ভাব আমায় শেষ করলো 🥱🥱🤣

Amar life 😏😏😏

হারিয়ে গেছি আমি আমার মনের চিন্তার জালে ।

জানি না তো কি করে বেরোবো ছিঁড়ে চিরো তরে??😔