মাতঙ্গীর অভিশাপ

(0)
  • 15
  • 0
  • 183

গঙ্গার স্বচ্ছ নীল জলে ভোরের আলো ঝিকমিক করছে। তার ওপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে মহীরুহের মতো এক পাহাড়, আর তার কোলে বিস্তৃত ছোট্ট রাজ্য গিরিরামপুর। পাহাড়ের বুক ঘেঁষে, গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা রাজপ্রাসাদটিকে দেখে মনে হতো যেন দেবতাদের বাসস্থান। রাজ্য ছোট হলেও তার শৃঙ্খলা, শান্তি আর প্রজাদের সুখে দেশজুড়ে সুনাম ছড়িয়ে ছিল। রাজা বীরেন্দ্রনাথ সিংহ ছিলেন ন্যায়পরায়ণ, প্রজাহিতৈষী আর গভীরভাবে ধর্মবিশ্বাসী মানুষ। প্রতিদিন ভোরে গঙ্গাজল নিয়ে পূজা করতেন, মন্দিরে গিয়ে দেবীকে প্রণাম না করে তিনি কখনো দিনের কাজ শুরু করতেন না। রানী সুবর্ণপ্রভা ছিলেন শান্ত, মধুরকণ্ঠী নারী—যিনি প্রাসাদের ভেতরে যেন এক আলোর প্রদীপের মতো ছড়িয়ে দিতেন মমতা।

1

মাতঙ্গীর অভিশাপ - 1

অভিশাপের বীজগঙ্গার স্বচ্ছ নীল জলে ভোরের আলো ঝিকমিক করছে। তার ওপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে মহীরুহের মতো এক পাহাড়, তার কোলে বিস্তৃত ছোট্ট রাজ্য গিরিরামপুর। পাহাড়ের বুক ঘেঁষে, গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা রাজপ্রাসাদটিকে দেখে মনে হতো যেন দেবতাদের বাসস্থান। রাজ্য ছোট হলেও তার শৃঙ্খলা, শান্তি আর প্রজাদের সুখে দেশজুড়ে সুনাম ছড়িয়ে ছিল।রাজা বীরেন্দ্রনাথ সিংহ ছিলেন ন্যায়পরায়ণ, প্রজাহিতৈষী আর গভীরভাবে ধর্মবিশ্বাসী মানুষ। প্রতিদিন ভোরে গঙ্গাজল নিয়ে পূজা করতেন, মন্দিরে গিয়ে দেবীকে প্রণাম না করে তিনি কখনো দিনের কাজ শুরু করতেন না। রানী সুবর্ণপ্রভা ছিলেন শান্ত, মধুরকণ্ঠী নারী—যিনি প্রাসাদের ভেতরে যেন এক আলোর প্রদীপের মতো ছড়িয়ে দিতেন মমতা।কিন্তু তাঁদের একমাত্র পুত্র ...Read More