বোলতা কহে, বোলতানি।
লেখক:– সোহন ঘোষ।
রচনাকাল:–
১৪ জানুয়ারি ২০২৬।
২৯ পৌষ ১৪৩২।
বোলতা কহে, বোলতানি।
খাসা তোর গুনগুনানি।
শুনলে তোর গান,
ভরে ওঠে মন-প্রাণ।
রাত হোক বা ভোর,
শুনতে গান তোর।
ছুটে আসবে সবাই–
দিল্লি হোক বা মুম্বাই।
এমন সুর পাবে কোথায়!
ছত্রিশ রাগিনী তোর গলায়।
আয়রে বাঘ–
নিয়ে ঢাক
আয়রে হেঁটে আয়।
আয়রে বানর–
নিয়ে কাঁসর
আয়রে হেথা আয়।
আয়রে শিয়াল,
আয়রে বিড়াল,
আয়রে পেঁচা-প্যাঁচানি,
গাছের তলায় এখুনি!
গান গাইবে বোলতানি।