"বর্তমানে ফিরে আয়"
✍️ bubai
মন তুই থাকিস বড় অতীত আর ভবিষ্যৎ,
এর চিন্তা নিয়ে।
এর মাঝে থেকে যে তুই হারাছিস,
বর্তমান কে।
অতীত যে গেছে চলে,
আসবে না আর সে তো ফিরে।
ভবিষ্যৎ আসেনি এখন,
তাতেও থেকে লাভ নেই তোর।
বর্তমানে থাকিস যদি পারবি করতে,
কাজ নিজের মতো।
তার ফলে তৈরি হবে ভবিষ্যৎ তোর
ইচ্ছে মতো।
তাই বলি মন রে শুধু থাকিস না আর
অতীত, ভবিষ্যৎ নিয়ে।