''আমিও ভালোবেসে ছিলাম কাউকে''
আমিও ভালোবেসে ছিলাম কাউকে।।
পড়েছিলাম একটা মানুষ এর মায়াতে।।
ভালোবাসাটা ছিলো তার ব্যাক্তিত্বে।।
শক্তি ছিলো তার কণ্ঠ আর হাসিতে।।
"দূরত্ব ছিলো অনেক দেখা হয়নি কখনো।।
না দেখেই ভালোবাসা ছিলো তার উপর।
মানসিক শান্তির কারণ ছিলো সে,
ক্লান্ত মাথা শরীর টাও হালকা হতো তার কণ্ঠে।।
'মন যখন চাইতো ফোন করতে,
তার আগে ফোন করতো সে নিয়মিত কথা হতো আমাদের।
খেয়েছি কিনা, শরীর ঠিক আছে কিনা জিজ্ঞাসা করতো প্রতি মিনিটে।
আগলে রাখতো অনেক, হয়তো সেও ভালোবেসে ফেলেছিল ঠিক আমার মতোই আমাকে।।
সে বলতো আমি নাকি তার মেডিসিন ভালো থাকার।।
সে বলতো বাঁচতে পারবো না তোমায় ছাড়া আর।।
সে বলতো অভ্যাস তুমি আমার।।
"কিন্তু"
আফসোস কথাগুলো আজ ম্যাসেজ বক্সে বন্দি।।
" সমাপ্ত "
" সৈকত মুখার্জী "