পান পাতার গান


তোমার ঘরে ক্যান্ডেল লাইট ডিনার
আমার ঘরে শ্মশানের চিতা দাউ দাউ
কাদা পায়ে হাটু জলে এক আঁজলা গঙ্গাজল
ছাই ঘেঁটে খুঁজে বেড়াই অচেনা নাভি
টুকরো টুকরো পুরোনো স্মৃতি হাতড়াই
প্রতিশ্রুতির আংটি বা জুড়ি হারানো কানের দুল
চাপ চাপ অন্ধকার বটপাতার কোলে
বাঁধ ভাঙা হাসি আর খোলা চুলে লুটিয়ে পরে রাত
বৈশাখী ঝড়ে শান্তি আনে শ্রাবনের এক ঝলক বৃষ্টি
ঝাপসা আকাশে কাতর ডাকে -
সাথীকে খুঁজে ফেরে রাতচরা কোনো পাখি
অধরা থেকে যায় স্বপ্ন অনেক
তবু একদিন, সব কিছুর অবসান নিশ্চিত।
কাঠচাঁপার ডালে মানুষের শরীরের পচা গন্ধ
চিৎকার করে খিস্তি দিতে ইচ্ছে করে মৃত্যুকে
আরও একটু বাঁচার জন্য কত আয়োজন
গোপনে রাত্রিতে গলে গলে পরে চাঁদ
নিকষ অন্ধকার থেকে ভেসে আসে ধর্ষণের গোঙানি
দেশী মদের নেশায় আমার চোখে এখন
ফুরফুরে রঙিন ফানুস
কি জানি কিসের আনন্দে
রক্তে আজ মাদলের তাল
বুকের পাঁজর ছুঁয়ে নিদারুন মৌতাত
চিতার আগুনে সেঁকি আমার রাতের খাবার
এলোকেশী মেয়ের ভরা বুকে ভেসে যায় আমার উল্লাস
শানিত যৌবনে রক্ত জমাট বাঁধে আরও একবার
রাত্রি তিন প্রহরে বাতাসে মিশে যায়
কুন্ডলি পাকানো কালো ধোঁয়া
শেষ যাত্রার তুলসী শুকিয়ে যায় চোখে
মনের একতারাতে শুধু বাজে
পান পাতার গান ।

Bengali Poem by Joy Bandyopadhyay : 111880629

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now