The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.
Continue log in with
By clicking Log In, you agree to Matrubharti "Terms of Use" and "Privacy Policy"
Verification
Download App
Get a link to download app
!! NEW EPISODES ARE COMING !! due to my semester exam, the new episode of FRACTURED REFLECTION didn't come. But now my exams are done and I am all set to publish stories. I already submitted new episode, after editor approves, it will immediately be published. Kindly visit my profile and read it.
ওহ্, আজ বুঝি স্বাধীনতা দিবস? আজকে পেয়েছিলাম স্বাধীনতা? দেশ থেকে ভেগেছিল চোর ডাকাত, ফেলে গেছিল নৃশংসতা? ওহ্, আজ বুঝি সেই স্বাধীনতা দিবস? দেশের সাহসী ছেলেরা প্রাণ দিল যেদিন? তবে আজ কেন তারা জীবন চাইছে, চাইছে নারীর নির্যাতন? কখনও র্যাগিং, কখনো ধর্ষণ, এই বুঝি আমাদের স্বাধীনতা? আজকে এই 15ই আগষ্টে যেন হারিয়েছে মনুষ্যতা। প্রতিবছর পতাকা টানাই, গর্ব করি সেই ছেলেদের প্রতি। হুট করে আজ ভুললাম কেন? কেন ভাবছি, এতে কার লাভ কার ক্ষতি? পোস্ট করতে ভয় পাই আমি, না জানি কার কুদৃষ্টি লুকিয়ে আছে। আমি তো একটু স্বাধীনচেতা, আঘাত না আসে একটা ভুল কাজে। ওহ্, আজ নাকি স্বাধীনতা দিবস! কার জন্য এই স্বাধীনতা? আজও মেয়েদের পোশাকে যা নেই, নেই রাতে একা ঘরে ফেরার সাহসিকতা। কেন কেন কেন? প্রশ্ন হয় আমার। টেস্টোস্টেরনের এত কীসের অহংকার? একটু দেখো চেয়ে, তোমারি মতন কিছু যুবক… এগিয়ে আসছে, বাঁচাতে নারীর অঙ্গীকার। নারী তুমি সেল্ফ ডিফেন্স শেখো। কে জানে ট্রেনার ছেলেটির মনে কী আছে? সে নেবে না তো সুযোগ? কারণ, এখন ভালো কর্মেরও ফল মৃত ধর্ষিতা হওয়া যে… অনেক লিখে ফেলেছি আমি, থামতে পারছিনা কিছুতেই। উনিশ বছরের জমানো ঘৃনা লাগছে উগড়ে দেব মুহুর্তেই। এইযে তোমরা সিগমা মেইল, বলো, সবই পোশাকের দোষ। আচ্ছা, ছেলেদের কি ঘাড়ে ব্যথা হয়? একবার চোখ মাটিতে নামালেই তো হয় বেশ! আজ রুখে দাঁড়িয়েছে নারী-পুরুষ, হাতে নিয়ে মোমবাতি। যেন তারা জ্বালাতে পারবে সেই রাবণকে। কিন্তু ওটা রাবণ নয়, রক্তবীজ সে রক্তবীজ। কী? ছন্দ মিলল না বুঝি? Women তো! চা খান, চুমুক দিয়ে। বেশি করে objectify করুন। যাতে আমরা চলি ঘোমটা দিয়ে। ওহ্, আজ নাকি স্বাধীনতা দিবস? জোরে বলো, বন্দে মাতরম্ বন্দে মাতরম্। পরদিনই আবার মাতৃসমা নারীর দিকে তাকিয়ে নাহয়, সিটি মেরো। রাক্ষসের মত ঝাঁপিয়ে পোরো তার উপর। মা আমি চাইনা স্বাধীনতা, তুমি আমায় বন্দী করেই রাখো। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলাম একদিন। আজ জীবন বাঁচাচ্ছে যারা, তাদের কি অবস্থা দেখো। দুঃশাসন ধরেছিল চুল, দূর্যোধন খুলিয়েছিল শাড়ি। মৌন ছিল পাঁচ স্বামী তার, যারা যোদ্ধা ভারী ভারী। সর্বদা নারী দানের বস্তু, কন্যাদান, পণপ্রথা তারই প্রমাণ। নারীর মর্জি থাকতে নেই। সেটাই তো বলে ম্যারিটাল রেপের আইন। বদল চাই বদল চাই। আসল পাপীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ফাঁসির মতন আদরের মৃত্যু নয়, অত্যাচার করে মেয়েটির যন্ত্রণার আভাস দিতে চাই। আজ বুঝি স্বাধীনতা দিবস, যেখানে স্বাধীন নয় নির্ভয়া বা স্বপ্নদ্বীপ স্বাধীনভাবে বাঁচেনা LGBTQ+ লজ্জায় নিভে যায় কবির তেলের প্রদীপ। কলমে - Sayani Paul, যে সর্বদা শুদ্ধ আত্মার মানুষের স্বাধীনতা চেয়েছে। শেয়ারে তারা, যারা সেই দৃষ্টিকে সমর্থন করে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে। জয় হিন্দ #justiceforRGKar
New episode has been submitted. Fractured Reflection, episode 8 - Sayani Paul j
Hey folk, Good evening! From tomorrow onwards my exams are starting. For this reason I could not post any episodes from past few days. Also I will not be able to post anything before 15-17th Aug. If you wonder what kind of exams is this. This is my semester exam conducted by University. So it is very important. Tomorrow is the exam of "MICROBIAL GENETICS". Wish me luck. - Sayani Paul
Only a little time left. A total of 10k downloads are going to complete in my entire collection. Then I'll get my blue tick I guess. Thank you for being with me.🙏🏻 আর মাত্র কিছু সময় বাকি। এই অ্যাপে আমার সমগ্র লেখনীতে 10K ডাউনলোড সম্পূর্ণ হতে চলেছে। তারপর হয়তো আমি blue tick পাবো। আমার সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। 🙏🏻
How do you feel about this thriller novel? Link:> https://www.matrubharti.com/novels/47315/fractured-reflection-by-sayani-paul (5 episodes has been already released)
Released first episode yesterday. A new psychological thriller novel… This is the new cover image
!!! NEW NOVEL COMING !!! Trailer: Welcome to Serenity Falls, where every memory hides a secret... Dr. Olivia Harper, a respected psychologist, faces her most challenging case yet. A young patient, Alex, suffers from amnesia. His memories are shattered, yet they hint at something sinister. A secret project— "Project Reflection"—designed to manipulate and control minds. As Olivia delves deeper, she realizes her own memories may be false. Haunting visions blur the line between reality and illusion. Who can she trust when her own mind is a battleground? The town's influential figures, once allies, now have dark agendas. The deeper Olivia digs, the more dangerous the truth becomes. In a race against time, she must navigate a maze of deceit and uncover the conspiracy. Will she expose the truth behind "Project Reflection"? Or will she fall victim to her own fractured reflections? "Fractured Reflections"—a thrilling journey into the fragility of the human mind. Coming soon. Are you ready to face the truth? --- If you think that's interesting, you are in the right track of psychological thriller. Know about a strange experiment conducted with the memories of human mind. Drama, Action, Adventure, Romance and a bunch of thrill. STARTING FROM TOMORROW, 5:00am #Announcement
Is there any writing competition going on? If yes, please let me know.
২রা নভেম্বর, 9:00am নতুন গল্প আসছে।
Copyright © 2025, Matrubharti Technologies Pvt. Ltd. All Rights Reserved.
Please enable javascript on your browser