Quotes by Ariful_Islam Ariful_Islam in Bitesapp read free

Ariful_Islam Ariful_Islam

Ariful_Islam Ariful_Islam

@arifulislamarifulislam313736


"ভালোবাসা বলে কিছু থাকে কি?"

লেখক: সাজিদ


---

ভালোবাসা বলে কিছু থাকে কি,
নাকি সবটাই শুধু গল্পের মতো,
মেঘলা আকাশ, হারানো রোদ্দুর,
আর চোখের কোণে একফোঁটা নীরবতা?

তাকে যখন দেখেছিলাম প্রথম,
সে হাসছিল — যেমন করে ফুল ফোটে চুপিচুপি।
আমি বুঝিনি, একটুখানি হাসি
একটা মানুষকে এমন বদলে দিতে পারে।

সে আমার নাম জানতো না,
জানতাম আমিও তার জীবনের কোনো পৃষ্ঠা নই।
তবু কেন যেন মনে হতো —
তার চোখের গভীরে আমার জন্য কিছু আছে।

দিন গেল, ঋতু বদলালো,
কিন্তু আমার ভিতরে জমে উঠলো এক অসমাপ্ত অপেক্ষা।
হাত বাড়ালেও ছুঁতে পারিনি তাকে,
ভালোবাসলেও বলতে পারিনি কখনো।

একদিন হঠাৎ চলে গেল সে,
বললো না কিছু, রাখলো না কোনো চিঠি,
শুধু রেখে গেল কিছু অব্যক্ত প্রশ্ন,
আর আমার বুকের মধ্যে এক নিঃসঙ্গ শূন্যতা।

আমি আজও তার গল্প লিখি,
বৃষ্টির দিনে জানালার পাশে বসে,
চায়ের কাপে তার প্রতিচ্ছবি দেখি,
আর মনের গভীরে জমিয়ে রাখি অব্যক্ত কবিতা।

ভালোবাসা বলে কিছু থাকে কি?
নাকি আমরা কেবল তৃষ্ণার মতো খুঁজি,
একটু মায়া, একটু ছায়া,
আর একটু ভরসা?

তাকে নিয়ে আমার প্রতিটি কবিতা শুরু হয়,
আর শেষ হয় একদম নিরবতায়।
যেন সে এক নামহীন প্রেরণা,
যে শুধু থাকে — পাশে নয়, তবে অন্তরে।

আজ যদি সে ফিরে আসে,
আমি হয়তো কিছুই বলবো না,
শুধু একবার তাকিয়ে দেখবো,
এই মানুষটার জন্য এতকাল অপেক্ষা করেছিলাম।

ভালোবাসা এখন আমার কাছে শব্দ নয়,
এটা একটা অনুভব, একটা অভিমান,
একটা স্বপ্ন —
যেটা আমি চোখে রাখি, কিন্তু কাউকে বলি না।

আবারও বলি…
ভালোবাসা বলে কিছু থাকে কি?

Read More