The Author Joy Bandyopadhyay Follow Current Read বউল বাতাস - 6 By Joy Bandyopadhyay Bengali Poems Share Facebook Twitter Whatsapp Featured Books नफ़रत-ए-इश्क - 6 अग्निहोत्री इंडस्ट्रीजआसमान को छू ती हुई एक बड़ी सी इमारत के... My Wife is Student ? - 23 स्वाति क्लास में आकर जल्दी से हिमांशु सर के नोट्स लिखने लगती... मोमल : डायरी की गहराई - 36 पिछले भाग में हम ने देखा की फीलिक्स ने वो सारी बातें सुन ली... यादों की अशर्फियाँ - 20 - राज सर का डिजिटल टीचिंग राज सर का डिजिटल टीचिंग सामाजिक विज्ञान से बोरिंग सब्जे... My Passionate Hubby - 4 ॐ गं गणपतये सर्व कार्य सिद्धि कुरु कुरु स्वाहा॥अब आगे –Kayna... Categories Short Stories Spiritual Stories Fiction Stories Motivational Stories Classic Stories Children Stories Comedy stories Magazine Poems Travel stories Women Focused Drama Love Stories Detective stories Moral Stories Adventure Stories Human Science Philosophy Health Biography Cooking Recipe Letter Horror Stories Film Reviews Mythological Stories Book Reviews Thriller Science-Fiction Business Sports Animals Astrology Science Anything Crime Stories Novel by Joy Bandyopadhyay in Bengali Poems Total Episodes : 6 Share বউল বাতাস - 6 1.3k 3.1k শিল্পীঅর্ধেক মুখ আঁকা সামনের ক্যানভাসেবাকি অর্ধেক আমার মনে জট পাকিয়ে আছেতোমার এক চোখে অতল পদ্মপুকুরের চাহনিআর এক চোখের ভাষা এখনও অস্ফুটআকাশের নীল নিয়ে দিয়েছিলাম প্রেক্ষাপটেতারাগুলো হারিয়েছে তোমার বুকের শাড়ীর ভাঁজেঅস্বচ্ছ ঠোঁটে বাঁকা কুহেলিকা হাসিসমস্ত শরীর এলোমেলো শব্দ দিয়ে ঢাকাবসন্তের হা-হুতাশ তবুও আপ্রাণ চেষ্টা করেবীথিকার মর্মর ধ্বনিতে সুর খুঁজে পেতে।সপ্তসুর রঙে মিশে ঘন গাঢ় অন্ধকারকিছুটা থেকে যায় মনে, বাকি শুকায় ব্রাশের মুখেযতই চেষ্টা করি আঁকতে তোমায়বারবার বদলে যাও ক্যানভাসে, মুহূর্তের সাথে।বেঁচে আছি একমনেবেঁচে আছি একমনে ভালোলাগার অনুভূতিতে নিদারুন যন্ত্রনা ভালোবাসার আশা তাও ছাড়ে না পিছু। পরিমিত আসা যাওয়া মাপকাঠিতে কথা বলা বাঁকা পথে হারিয়ে যাবার হাতছানি আশা তাও ছাড়ে না পিছু। চেনামুখে বলিরেখা ধোঁয়াশাতে নিজের প্রতিচ্ছবি উড়ো চিঠি কামনাবিতুর আলিঙ্গনের মায়াজাল আশা তাও ছাড়ে না পিছু। একাকিত্বের সীমাহীন রোজনামচা পাণ্ডুলিপি ঘেঁটে অযাচিত অধিবাস আয়নাতে ছায়া দেখেনিজের নগ্নতা একটু একটু করে চেনা আশা জানি তাও ছাড়বে না পিছু। তেনার দূতসময় কাটে অন্ধকারে টুকরো কাগজ ছিঁড়ে ;বাক্সবন্দী শুক্রকীট চিলেকোঠার ঘরে -যুক্তি তক্কো মুষ্টিবদ্ধ মনের ফুর্তি গড়ের মাঠ,চায়ের কাপে দারুন তুফান দাদুর লাঠি ছাতার বাঁট।ভক্তি টক্তি সাচ্চা কল্প তিলক দিয়ে জমজমাট -বটতলাতে বদ্যিগিরি ,হুকুম তামিল রাজার হাট।গিনির ওপর জলের খোলশ তামার মূল্য দাঁতকপাট ,বুকের ওপর পরশ পাথর,তেনার দূতে কাটবে গাঁট ।ভোজবাজিমৃত্যু তোমায় আজ আস্তিনে রেখে খেলিবেদের বাঁশিতে ফনা দুলিয়ে ভোজবাজি যেননিঃশঙ্ক নিষ্কম্প হাতে সময়ের বাজিমাত।।জরিবুটি আঁকিবুকি বিষ ফলের গাছশিরোস্ত্রাণি পরিমার্জনার নিষ্কলুষ রূপায়ণভৌতিক বা অভৌতিক সবটাই তরঙ্গায়িত উপস্থাপনমনের অনুভূতি নিয়ে চতুষ্কৌণিক পরিবেশন।।ধূমায়িত প্রেক্ষাপটে রঙিন জলছবির ছাপমরালমতি সরলরেখা শতচেষ্টাতেও সর্পিলবুনোট জালের বেড়ি ভাঙার প্রচেষ্টা অনাবিলঅভিধানের শব্দ খুঁজে জলযুদ্ধ অন্তরিল।।নির্বাসিত মননশীলতা নিদারুন বেদনাহতনিশ্ছিদ্র প্রহরাধীন শ্বাপদসঙ্কুল প্রাসাদেস্বপ্নাবিষ্ট পরশে নিদ্রামগ্ন চিরায়ত আস্বাদে।।নির্ভীক ডানা মেলেনির্ভীক ডানা মেলে, সুখী এই ডাঙা ছেড়েযাবো না উড়ে আর উন্মুক্ত আকাশে-অশ্রুত কাহিনী আমার যাবো না রেখে এই শুকনো বটের পাতা আর কোমল বাতাসেকামরাঙা আস্বাদনে মুছে যাবে একদিন সব পরিহাস,স্নিগ্ধ ভোরের মিঠে রৌদ্র স্নাত অশ্বত্থের আশ্বাসভুলে যাবে ক্রমাগত আমার অস্তিত্ব সুদূর ভবিষ্যতেঝরাপাতার একমুঠো স্বপ্ন সাদা ধুলোর সাথে,অবিরল ঘাস শুধু থেকে যাবে লাল মাটি কাঁকরের পাশেপ্রশ্বাসের আঘ্রাণ মিলিয়ে যাবে কোনো বিরহী নিঃশ্বাসে-আমার সব গান আর সুর দেব বিষন্ন চড়ুইয়ের ঝাঁকেএই পথ এই গলি ছেড়ে আমি মিশে যাবো অতীতের বুকে।অপার্থিব নদীস্রোতেশান্ত দিঘীর জল পূর্ণ শালুক পাতায়সাপ আর প্রজাপতির খেলা সুর্যাস্তের আভায়-আলপথে ঘরে ফেরা পাটান বহুদূর ,রাখালিয়া বাঁশিতে বাসি মেঠো সুর।গতজন্মের ঋণ ছিল পারানী বিনা না'য়মহাজনী সুদ বেড়ে ঘর বাঁচানো দায়-প্রতিক্ষিত শৃঙ্খলাতে নিয়মনিষ্ঠ মাপ,তবুও মনে সংশয় লিঙ্গ নিঃসৃত পাপ।অপার্থিব নদীস্রোতে ঢেউগোণার ভারঘুর্ণাবর্ত অলীকধারায় গূঢ় অধিকার-কুহকজালে ধ্বংসমুখী ভিজে কাঠে উই,পাঠশালাতে নামতাপড়া এক এক্কে দুই।বাসনাইচ্ছে করে আকাশেতে মেঘ হয়ে উড়ি,ডানাতো নেই ভাবি মনে -কেমনে তা করি।ইচ্ছে করে ঘুড়ি হয়ে আকাশে যাই উড়ে,ঘুরে বেড়াই ইতস্ততঃ -সারা আকাশ জুড়ে।ইচ্ছে করে পাখি হয়ে যাই উড়ে ওই আকাশে, যেখানে সব মেঘের দল -ইচ্ছেমতো ভাসে।দিনের শেষে প্রদীপ হয়ে জ্বলি ঘরের কোনে, হয় না কিছুই সবই চাপা থাকে নিজের মনে।সদগতিতুমি কি কখনও স্বপ্নে দেখেছো?আমি দেখেছি-জমাট বাঁধা সাদা ধোঁয়ার বুক চিরে,বল্গাহীন এক কালো ঘোড়াঅদৃশ্য কোনো চাবুকের ঘায়ে যেন,প্রবল বেগে ছুটছে।তুমি কি কখনও স্বপ্নে দেখেছো?আমি দেখেছি-ভীষণ এক ঝড়, প্রকৃতি মাতাল-প্রাণ বাঁচাতে অসহায় এক হরিণ,ছুটে পালাতে যেয়েও থমকে দাঁড়ায়নিজের মরা বাচ্চার সামনে।তুমি কি কখনও স্বপ্নে দেখেছো?আমি দেখেছি-পাহাড়ী উপত্যকায় উন্মুক্ত প্রান্তর,সোনালী রোদ আর সবুজের সমারোহ,মন কাঁপানো খুব চেনা এক সুরেচাষী মেয়ের গলায় ধানবোনার গানতুমি কি কখনও স্বপ্নে দেখেছো?আমি দেখেছি-গভীর রাতে চারিদিক সুনসান-নিঃসঙ্গ শব্দহীন কবি এক লেখার টেবিলে,সমস্ত মুখে নিদারুন অব্যক্ত যন্ত্রণার ছাপ,বোধহয় ভালোবাসার সদগতি।। ‹ Previous Chapterবউল বাতাস - 5 Download Our App