Quotes by SOHAN GHOSH in Bitesapp read free

SOHAN GHOSH

SOHAN GHOSH

@jeeeneet812690


আয়রে আয়।
সোহন ঘোষ।
রচনাকাল:– ১৩ জানুয়ারি ২০২৬।
২৮ পৌষ ১৪৩২।

আয়রে বাদল,
বাজিয়ে মাদল!
আয়রে হেথা আয়।
আয়রে বেহারা,
বাজিয়ে সেতারা!
আয়রে হেথা আয়।
আয়রে কানাই,
বাজিয়ে সানাই!
আয়রে হেথা আয়।
আয়রে মীনা,
বাজিয়ে বীণা!
আয়রে হেথা আয়। ‌
আয়রে কাশি,
বাজিয়ে বাঁশি !
আয়রে হেথা আয়।
আয়রে অলোক,
বাজিয়ে ঢোলক!
আয়রে হেথা আয়।
আয়রে ভোলা,
বাজিয়ে তবলা!
আয়রে হেথা আয়।
আয়রে কালা,
বাজিয়ে থালা!
আয়রে হেথা আয়।

আয়রে তোরা আয়–
পাখিরা যেথা,
নিশ্চিন্তে গান গায়!
পশুপাখি যেথা,
বাংলায় কথা কয়!
বাঘে–গোরুতে যেথা,
একঘাটে জল খায়!
‌‌ সবাই যেথা
সবার বন্ধু হয়।
মানুষ যেথা,
গান গেয়ে কাজ করে।
বাউল যেথা,
দোতারা বাজিয়ে গান গায়।

দুঃখ কষ্ট যন্ত্রণা–
যে দেশে নাই।
স্বপ্নের সেই দেশে–
চলো ভেসে যায়।

Read More

বোলতা কহে, বোলতানি।
লেখক:– সোহন ঘোষ।
রচনাকাল:–
১৪ জানুয়ারি ২০২৬।
২৯ পৌষ ১৪৩২।

বোলতা কহে, বোলতানি।
খাসা তোর গুনগুনানি।
শুনলে তোর গান,
ভরে ওঠে মন-প্রাণ।
রাত হোক বা ভোর,
শুনতে গান তোর।
ছুটে আসবে সবাই–
দিল্লি হোক বা মুম্বাই।
এমন সুর পাবে কোথায়!
ছত্রিশ রাগিনী তোর গলায়।

আয়রে বাঘ–
নিয়ে ঢাক
আয়রে হেঁটে আয়।
আয়রে বানর–
নিয়ে কাঁসর
আয়রে হেথা আয়।
আয়রে শিয়াল,
আয়রে বিড়াল,
আয়রে পেঁচা-প্যাঁচানি,
গাছের তলায় এখুনি!
গান গাইবে বোলতানি।

Read More