The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.
Continue log in with
By clicking Log In, you agree to Matrubharti "Terms of Use" and "Privacy Policy"
Verification
Download App
Get a link to download app
HIII guy's কেমন আছো তোমরা ??? অনেকদিন তোমাদের সাথে দেখা হয় নি। তাই তো??? আসলে তোমরা আর আমার লেখা গল্প গুলোর প্রতি interest দেখাচ্ছ না, আমায় সাপোর্ট করছো না, আসলে তোমাদের সাপোর্ট গুলোই তো আমাকে প্রবাভীত করে নতুন নতুন গল্প তোমাদের কে উপহার দেওয়ার জন্য। তাই একটু আমাকে সবাই সাপোর্ট করো আমি তোমাদের কে নতুন নতুন গল্প উপহার দেবো। thank you saikat mukherjee
Hi, take a look at my own designed 😍😍 জিও পাগলা design T-shirt for Men & Women merchandise on Stopover - https://stopover.store/product/_design_T_shirt_for_Men_Women__468965 @ এরকম design করা বা নিজের নামের প্রিন্ট করা টিশার্ট নিতে যোগাযোগ করতে পারেন অথবা উপরের এই লিংক এ ক্লিক করে ভিসিট করতে পারেন। ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে।
⚜️ ।। লৌকিক দেবী সাবিত্রী ।। ⚜️ ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির ঘিরে নানা লোককথা। আজ থেকে চারশো বছর আগে ঘন জঙ্গল ছিল এই সব এলাকা। সাবিত্রী মন্দিরের দুর্গাপুজোও প্রায় ৪০০ বছরের প্রাচীন। রাজস্থান থেকে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে রাজা মান সিং হঠাৎই এই অঞ্চলে এসে পড়েন। এবং ঘন জঙ্গলে হঠাৎই তিনি অপূর্ব সুন্দরী এক রমণীকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন। তাঁর রূপে মুগ্ধ রাজা সাতপাঁচ না ভেবেই তাঁকে বিয়ের প্রস্তাব দেন। রাজার কথা শুনে ওই রমণী শর্ত দেন, রাজা সামনে পথ দেখিয়ে তাঁকে নিয়ে যাবেন, আর পিছনে-পিছনে তিনি যাবেন, কোনও অবস্থাতেই রাজা যেন পিছনে ঘুরে না তাকান। তা হলেই বিপদ ঘটবে। শর্ত মেনেই রাজা ওই রমণীকে পিছনে নিয়ে তাঁর রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। বেশ কিছু পথ চলার পরে রাজার মনে হল-- ওই রমণী কি তাঁকে ছলনা করছেন? পিছনে তো কোনো আওয়াজ নেই! ভাবতে ভাবতে হঠাৎই পিছন ফিরে তাকিয়ে ফেলেন রাজা। সঙ্গে সঙ্গেই ঘটে এক অদ্ভুত ঘটনা। তিনি দেখেন, ওই রমণী ধীরে ধীরে প্রবেশ করছেন মাটির নীচে! দেখে রাজা ছুটে আসেন এবং রমণীর মাথার চুল ধরে তাঁকে টেনে তোলার চেষ্টা করেন। ব্যর্থ হন। তবে তাঁর হাতের মুঠোয় রয়ে যায় রমণীর একগোছা চুল। রাজা বিস্ময়ে বিমূঢ় হয়ে যান। এবং বোঝেন ইনি সামান্যা নারী নন, কোনও দৈবীক বিষয় এর মধ্যে আছে। সেই রাতেই রাজা স্বপ্নাদেশ পান-- মা সাবিত্রী ওই স্থানেই মন্দির গড়ে তাঁর পুজোর নির্দেশ দেন। মন্দির গড়ে পুজো শুরু হয়। আর প্রথম থেকেই মা সাবিত্রীর চুল পুজো হয়ে আসছে এখানে। মায়ের শুধু মুখের অংশটুকুই দেখা যায় এখানে। সাবিত্রী মন্দিরে সাবিত্রী দেবীর নিত্যপুজো হয়। প্রতিদিন বহু মানুষ ওই মন্দিরে পুজো দিতে আসেন এবং ভক্তিভরে মায়ের কাছে প্রার্থনা করেন। এখানকার পুজোয় বলি দেওয়ার রেওয়াজ রয়েছে। দুর্গাপুজোর সন্ধিপূজাতেও বলি দেওয়া হয়। দশমীর দিন পাটাবিধা হয়। একটা কলাগাছকে রেখে তার মধ্যে তির ছুঁড়ে মারা হয়। অর্থাৎ, অশুভ শক্তি বিনাশ করে পুজোর সমাপ্তি। মা সাবিত্রীরই আরেক রূপ যেহেতু দেবী দুর্গা তাই দুর্গাপুজোর দিনগুলি এখানে ধুমধাম করে পুজো হয়। তবে এখানে দুর্গামূর্তি পুজোর প্রচলন নেই। পটেই পুজো হয়। অনেকেই এই পুজোকে তাই পটেশ্বরীর পুজো বলেন। পুজোর প্রায় ১৫ দিন আগে জিতাষ্টমীর দিন থেকে এখানে শুরু হয় দুর্গা পুজো। নিয়ম মেনে নিষ্ঠা সহকারে পুজো করা হয়। প্রতিদিন যজ্ঞ, হোম ও চণ্ডীপাঠ হয়। শুধু ঝাড়গ্রাম নয় অবিভক্ত মেদিনীপুর জেলার পার্শ্ববর্তী ঝাড়খন্ড ও ওড়িশা থেকে বহু মানুষ এই পুজা দেখতে আসেন। লেখা ও ছবি - সৈকত মুখার্জী।
শুভ নববর্ষ 🌹🌹🌹 বছরের প্রথম দিন সবার ভালো কাটুক, ❤️❤️❤️ @Saikat Mukherjee
"পৃথিবীর শেষ রাস্তা " পৃথিবীতেই সেই রাস্তা রয়েছে, যা শেষ হয়ে গিয়েছে। রাস্তা মিশে গিয়েছে অসীমে। ভূ-বিজ্ঞানীরা দিলেন সেই রাস্তার হদিশ। যেখানে স্বপ্ন এসে মিশে যায়। পৃথিবীর সেই শেষ রাস্তার ঠিকানা হল ইউরোপের ‘ই-৬৯ হাইওয়ে’। এই ‘ই-৬৯ হাইওয়ে’ অবস্থিত নরওয়ে-তে। ঠিকানা যখন রয়েছে পৃথিবীর শেষ রাস্তার তখন অ্যাডভেঞ্চারের সাক্ষী থাকতে নিশ্চয়ই একবার যেতে মন কাঁদবে অনেকেরই।নরওয়ের ওই ‘ই-৬৯ হাইওয়ে’তে পৃথিবীর শেষ রাস্তা দিয়ে অন্তত একবার হাঁটার শখ অনেকেরই। পৃথিবীর এই শেষ রাস্তাটি উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার ঠিক উপরের দিকে। রাস্তাটিকে কেন পৃথিবীর শেষ রাস্তা বলা হয়, তার কারণও ব্যাখ্যা করেছেন ভূ-বিজ্ঞানীরা। সেখানে কি কেউ যেতে পারেন, কীভাবে যাওয়া সম্ভব সেখানে, তাও ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।নরওয়ের ‘ই-৬৯ হাইওয়ে’ উত্তর মেরুর গা ঘেঁষে চলে গিয়েছে। এই রাস্তা উত্তর ইউরোপের নর্ডক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওল্ডাফিউওর্ড গ্রামের সঙ্গে। এই ‘ই-৬৯ হাইওয়ে’র দূরত্ব ১২৯ কিলোমিটার। পাঁচটি ট্যানেল পার হয়ে ওই রাস্তা অতিক্রম করতে হয়। এর মধ্যে সবথেকে যে লম্বা ট্যানেলটি রয়েছে তা হল ‘নর্থ কেপ’। ওই ‘নর্থ কেপ’-এর ৬.৯ কিলোমিটার দীর্ঘ।এই ‘নর্থ কেপ’ ট্যানেলটি গিয়ে পৌঁছয় সমুদ্রতলের ২১২ মিটার নিচে। সেখানেই শেষ রাস্তা। ওই রাস্তায় যাওয়ার কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম না মানলে ওই রাস্তায় যাওয়ার অনুমতি মিলবে না, নিয়ম না মানলে ভয়ঙ্কর বিপদ লুকিয়ে রয়েছে ওই রাস্তার পরতে পরতে। তাই ‘ই-৬৯ হাইওয়ে’তে একা যাওয়ার কোনও অনুমতি নেই। সেই রাস্তায় ভূ-বিজ্ঞানীরা জানিয়েছেন, এখানে ভয়ানক গতিতে বাতায় বইতে থাকে। আর তেমনই ঠান্ডা। এতটাই ঠান্ডা যে গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে। আর শীতকালে এই রাস্তা তুষারে ঢাকা থাকে। বন্ধ থাকে রাস্তা। অতিরিক্ত তুষারপাত, বৃষ্টির সঙ্গে যখন তখন সেখানে ঝড় উঠে। আবহাওয়ার কোনও পূর্বাভাসই এখানে কাজ করে না। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য এখানে একা যাওয়া নিষিদ্ধ। #সংগৃহীত ❤️
রিলেশনে থাকা কালীন যেসব ছেলেরা তাদের গফকে জিজ্ঞেস করো বাবু তোমার নাভী,কোমর দেখতে অনেক সুন্দর তাইনা? i think কোনো মেয়ে তখন উত্তর দিবে না হ্যাঁ বাবু সুন্দর! বরং মেয়েটা চুপ করেই থাকবে। কারন কি জানো এটা বাঙালি মেয়ে,তোমাদের দেখা কোনো বিদেশি পনর্স্টার না। বাঙালি খুব কম মেয়েই আছে যাদের সাথে তোমাদের এক্সপেকটেশন মিলে যাবে। গেন্দাফুল গানে জ্যাকলিন এর মতো বাটারফ্লাই কোমর বাঙালি মেয়েদের খুব কমই হয়!😊 কিংবা তোমার দেখা সানি লিওনের মতো অতো চকচকে নাভি ও বাঙালি মেয়েদের হয়না_ হলেও খুব কম সংখ্যক। এরপর আসি চুলের কথায়, তোমাদের ছেলেদের চুল আর মেয়েদের চুলের পার্থক্য একটাই, ছেলেদের চুল ছোট আর মেয়েদের চুল বড়! আচ্ছা কোন ইতিহাসে পাইছো মেয়েদের চুলে আলাদা ঘ্রাণ থাকে। তারপর খুব লুতু পুতু হয়ে গফকে বলো বিয়ের পর তোমার চুলের ঘ্রানে আমি পাগল হয়ে যাবো এসব উদ্ভট চিন্তা ভাবনা কোথা থেকে আসে তোমাদের! মুর্খ ওটা চুলের ঘ্রাণ না, ঐটা শ্যাম্পু + কন্ডিশনারের ঘ্রান তারপর আসি স্ট্রেট চুল _ খুব কম মেয়েরই আছে স্ট্রেট চুল । হেয়ার রিবন্ডিং করে চুল সোজা করা হয় কিন্তু তোমার এক্সপেকটেশন এর মধ্যে এগুলো থাকতে হবে। এরপর আসি আসল কথায়.. অনেকদিন রিলেশনেে থাকার পর তুমি মেয়েটাকে বিয়ে করলা তারপর দেখলা তোমার এক্সপেকটেশন এর সাথে তোমার গফ এর শরীরের, সৌন্দর্যের তিল পরিমানেরও মিল নেই তখন কি করবা ছেড়ে দিবা মেয়েটাকে? এইবার ভেবে দেখো তোমরা আসলে মেয়েটাকে মেয়ে হিসেবে ভালোবাসো নাকি ভোগের পন্য সামগ্রি হিসেবে। তোমার এক্সপেকটেশন অনুযায়ী মেয়েটিকে তৈরি হতে হলে কতো টাকা লাগে মেয়েটার জানো? দামি শ্যাম্পু + কন্ডিশনার+ বডি স্পা + হেয়াররিবন্ডিং + হেয়ার স্পা + দামি ক্রিম + মেকআপ ইত্যাদি ইত্যাদি। প্রতিমাসে এগুলো তুমি গুনেও শেষ করতে পারবে না। আর এগুলো কিনে দেয়ার টাকা তো দুরের কথা! যেদিন মেয়েটার এই চাহিদাগুলো মেটাতে পারবে সেদিন তোমার এক্সপেকটেশন গুলোও মূল্য পাবে। আর যদি না পারো তাহলে কেন ছেঁচড়ার মতো একটা মেয়ের কাছে এতোকিছু আশা করো লজ্জা করেনা তোমাদের?? সবসময় চেহারা দিয়ে বিচার করা বাদ দাও আর একটু ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো!🌸 (সৈকত মুখার্জী )
HAPPY HOLI GUYS 🌤️🎉😀
নতুন এক ভৌতিক গল্প নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে 😊 সাথে থেকো - Stay Tune. @Saikat Mukherjee.
“May the divine grace of Goddess Saraswati illuminate your path with knowledge and wisdom. Happy Saraswati Puja! 📚✨".
Wishing you a Republic Day filled with moments of pride, joy, and the company of loved ones. Celebrate the spirit of India. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Copyright © 2025, Matrubharti Technologies Pvt. Ltd. All Rights Reserved.
Please enable javascript on your browser