The Unknown World of Dreams - 1 in Bengali Love Stories by Love Love books and stories PDF | অজানা স্বপ্নের জগত - 1

Featured Books
Categories
Share

অজানা স্বপ্নের জগত - 1

এখন সকাল ৭:০০টা বাজে. আমি গুম থেকে উঠে চোখ খুলতেই আমি আমার চারপাশ দেখে অবাক। আমি দেখলাম আমি একটা খুব সুন্দর ঘরে রয়েছি 




কিন্তু এটা আমার ঘর না আমি মনে মনে ভাবলাম আমি কোথায় আছি এই ভেবে আমি বিছানা থেকে উঠে ঘরের বাইরে গেলাম করিডোরে পৌঁছতেই হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ একজন আছে তাই আমি তাকে মারার জন্য আমার পাশে থাকা টেবিলের ওপর রাখা একটা ফুলের টপ আমার হাতে নিলাম আর পেছন ফিরতেই আমি তাকে আক্রম করলাম কিন্তু সে আমার দুহাত চেপে ধরলো আর আমার হাত থেকে টপ পরেগেলো আর আমি আরও ভয় পেয়ে গেলাম আর নিজের চোখ বন্ধ করলাম 



আর বোলাম 


ঋতু - কে তুমি আমাকে ছেড়ে দাও আমি কিচ্ছু করিনি


আমার সামনের মানুষ টা উত্তর দিল
?-আরে ভয় পেয়েও না আমি কিচ্ছু করবোনা ঋতু 



আমি মনে মনে ভাবলাম এই মানুষ টা আমার নাম কি করে জানলো এই ভেবে আমি নিজের চোখ খুলাম আর সামনের মানুষ তাকে দেখতেই আমি অবাক



আমার সামনে আর কেউ না আমার ফেভরেট বয়বান্ড BTS 💜 মেম্বার kim Taehyung 


আমার সামনে দাঁড়িয়ে আছে




আমি তাকে দেখে তার থেকে নিজের চোখ ফেরাতেই পারছিলাম না


হঠাৎ সে বলে উঠলো 

.....


তাইহিউং-তুমি ঠিক আছো তো ?


আমি এই ভেবে আরও অবাক হলাম যে সে বাংলা ভাষা বলছে আমি থতমত খেয়ে বললাম 



ঋতু- হ্যাঁ আমি ঠিক আছি তখন



  তাইহিউং বলল



তাইহিউং - আমি তো ভয় পেয়ে গেছিলাম

              

  আমি জিজ্ঞেস করলাম?

  

ঋতু - কেন ভয় পেয়ে গেছিলে


      তাইহিউং বলল 


তাইহিউং - আরে তোমার কিছু হলে আমি সবাইকে কী জবাব দেবো যে আমি তোমার ঠিক মতো খেয়াল রাখতে পারিনি 



আমি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে তাইহিউং কে জিজ্ঞেস করলাম



এমন কেন আমার খেয়াল রাখতে না পারলে তোমাকে কাকে জবাব দিতে হবে 


তাইহিউং আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল


তাইহিউং-কেন তোমার বাবা মাকে 


আমি মনে মনে ভাবলাম ও আমার বাবা মাকেও চেনে কি অদ্ভুত। তারপর



  আমি কিছু না ভেবে তার হাত থেকে নিজের দুহাত ছাড়িয়ে বললাম 

 
ঋতু- আচ্ছা এটা কোন জায়গা আর তুমি কে প্লিজ আমাকে বলো


কিছুক্ষণ ভেবে তাইহিউং বললো 


তাইহিউং - আরে ঋতু এটা তুমি কি বলছো? তুমি তো এখানেই থাকো আর এটা সাউথ কোরিয়া আর আমি তোমার 

  
আর আমি তোমার বলে তাইহিউং চুপ হয়ে গেলো




                              আমি বললাম 



ঋতু - তুমি চুপ কেন হয়ে গেলে তুমি আমার কে হও বলো আর এটা সাউথ কোরিয়া কি করে হতে পারে আর তুমি বাংলা কি করে বলছো তুমি তো কোরিয়ান তুমি তো শুধু কোরিয়া ভাষায় কথা বলো তবে বাংলা কীকরে বলছো দয়া করে বলো আমাকে । 

      

           কিছু ভেবে তাইহিউং বলল 


তাইহিউং- তুমি এত ভাবছো কেন তুমি সবে মাত্র ঘুম থেকে উঠলে, চলো ফ্রেশ হয়ে নাও আমি ব্রেকফাস্ট রেডি করছি। পরে এসব নিয়ে কথা হবে

     

  আমি বললাম 

 

ঋতু - পরে কেনো এখন কেনো বোলতে পারবে না



তাইহিউং- কারণ এখন অনেক টাইম হয়ে গেছে আর আমাকে ডান্স প্র্যাকটিসের জন্যও যেতে হবে। আজ সানডে বলে তুমি আমার সঙ্গে আমার ডান্স স্টুডিও তে যাবে। 



আমি বললাম 



ঋতু - কিন্তু কেন আমি তোমার ডান্স স্টুডিওতে  যাব ।

              
তখন তাইহিউং বলল


তাইহিউং- আরে বাবা তুমি এত প্রশ্ন করো কেন তোমাকে নিয়েজাবো কারণ তুমি পুরো বাড়িতে একা থাকবে আর আমি চাইনা তুমি একা থাকো সেজন্য তুমি আমার সাথে যাবে আর আমাকে ডান্স প্র্যাকটিস করতে 
দেখবে তারপর আমরা তোমার ফেভারিট অ্যামিউজমেন্ট পার্ক যাবো ওকে 
যদি না যেতে চাও তাহলে কোন ব্যাপার না আমি চলে যাব। তুমি থাকো এখানে একা। 



আমি কিছুক্ষণ ভেবে বললাম 





ঋতু -ঠিক আছে তুমি যেমন বললে তেমনটাই হবে আমি এখনই রেডি হয়ে আসছি ।



এই বলে আমি ঘরে চলে গেলাম কিন্তু আমি তো ভুলেই গেছি যে আমার কাছে তো কোনো ড্রেস বা শাড়ি নাই তো এবার আমি কি করবো কিন্তু আলমারি খুলতেই আমি অবাক কারণ এখানে আগের থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আমিও সেখান থেকে একটা জিন্স টপ পরে নিলাম তারপর বাইরে এসে তাইহিউং কে বললাম


  

💜🤗★★★★★★★

ফার্স্ট টাইম গল্প লিখছি রিভিউ জানাবে কেমন হয়েছে