The House of Devil Sprite - 6 in Bengali Horror Stories by Debojyoti Banerjee books and stories PDF | দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 6

Featured Books
  • स्वयंवधू - 31

    विनाशकारी जन्मदिन भाग 4दाहिने हाथ ज़ंजीर ने वो काली तरल महाश...

  • प्रेम और युद्ध - 5

    अध्याय 5: आर्या और अर्जुन की यात्रा में एक नए मोड़ की शुरुआत...

  • Krick और Nakchadi - 2

    " कहानी मे अब क्रिक और नकचडी की दोस्ती प्रेम मे बदल गई थी। क...

  • Devil I Hate You - 21

    जिसे सून मिहींर,,,,,,,,रूही को ऊपर से नीचे देखते हुए,,,,,अपन...

  • शोहरत का घमंड - 102

    अपनी मॉम की बाते सुन कर आर्यन को बहुत ही गुस्सा आता है और वो...

Categories
Share

দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 6

যদি কেউ কোনোভাবে ওই বাড়ির সঙ্গে যুক্ত হয় অথবা যদি কেউ ওই বাড়িতে থাকতে আসে তাহলে সে সাত দিনের মধ্যেই মারা যাবে। সাধুটা র কথামতো এই গ্রামের জমিদার সেই বইটা ও চিঠিটা কে পুড়িয়ে দেন | ওই গেস্ট হাউস টাকে চিরকালের জন্য বন্ধ করে দেন | ওই গেস্ট হাউস এ যাবার রাস্তাও বন্ধ করে দেন এবং সমস্ত গ্রাম বাসীকে ওই গেস্ট হাউস এর আশেপাশে যেতে বারণ করেন এবং যারা তার এই নিয়ম উলঙ্ঘন করবে তাদের মৃত্যুদন্ড দেওয়ার হুকুম জারি করেন |

এই সব কথা গুলো শুনতে শুনতে অভিরূপ এর মুখ গম্ভীর হয়ে গেল |

নিতিন আরও বলে চললো
তারপর খবর পাওয়া গেল সেই সাধুটা একটি অজানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন | লোকমুখে প্রচলিত যারা ওই গেস্ট হাউস এর সাথে জড়িত থাকে তাদেরকে এখনো ওই সাধুর আত্মা দেখা দেয় | তাদেরকে সাবধান করে ওই গেস্ট হাউস থেকে দূরে থাকার জন্য |

অভিরূপ বলল , আমি সাধুটার আত্মা কে আমি দেখেছি | এখানে যখন আসছিলাম তখন উনি আমাকে সাবধান করেছিলেন |

তখন নিতিন বলল , তাহলে তো আপনার ওই বাড়ি তে থাকা একদমই উচিত হবে না | আপনার ওই বাড়ি ছেড়ে এক্ষুনি অন্যত্র চলে যাওয়া উচিত |

অভিরূপ বললো , তারপর কি হল বলো ?

তারপর অনেক লোকে ওই গেস্ট হাউসটা কিনেছিল , অনেকেই ওই গেস্ট হাউস এ থাকার জন্য এসেছিল | কিন্তু তারা সকলেই সাত দিনের মধ্যেই কোনো না কোনো ভাবে মারা যায় | তারপর এইসব ঘটনা ঘটার পর সবাই ওই গেস্ট হাউস টাকে ভুতুড়ে বলে আখ্যা দেয় |

সাম্প্রতিক অতিশ হাজরা নামে একজন ওই গেস্ট হাউসটা কেনেন |

অভিরূপ বলল, আমি ওনার ম্যাগাজিন এই লেখালেখি করি | উনি কাল রাতে ওনার অফিসেই রহস্যজনকভাবে খুন হয়েছেন |
নিতিন বলল , উনি কিভাবে মারা গেছেন একটু বলতে পারবেন ?

অভিরূপ বলল , উনি ওনার অফিসেই রহস্যজনকভাবে মারা যান | পুলিশের অনুমান ওনাকে কেউ খুন করেছে | পুলিশের কাছে কোনো পর্যাপ্ত প্রমান না থাকায় পুলিশ এই কেস টাকে ক্লোস করে দিয়েছে |

নিতিন বলল , খুবই সাংঘাতিক !

নিতিন এর সাথে কথা বলতে বলতে কখন যে বিকেল গড়িয়ে রাত হয়ে গেছে অভিরূপ বুঝতেই পারিনি | হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখল রাত ন টা বাজে |

অভিরূপ নীতিন কে বলল , আজ আসি ..... অনেক দেরি হয়ে গেছে |

নিতিন বললো , ঠিক আছে স্যার.... আসুন |

যাওয়ার সময় নীতিন আবারও অভিরূপকে সতর্ক করে বলল , ওই বাড়ি ছেড়ে এক্ষুনি অন্যত্র কোথাও চলে যান। আপনার যদি কোন অসুবিধা না হয় তাহলে আজ রাত্রে আপনি আমার বাড়িতে থাকতে পারেন। এই কাছেই আমার বাড়ি |

অভিরূপ বললো , ঠিক আছে। আমি ম্যানেজ করে নেব | আজ রাতের ব্যাপার তো |

চারিদিক শুনশান | গেস্ট হাউস এ যাবার রাস্তাটা বেশ অন্ধকার | অভিরূপ একা ওই রাস্তা দিয়ে হেটে চলেছে | এমন সময় পিছন থেকে অভিরূপ কে ওর নাম ধরে কেউ যেন ডাকল | অভিরূপ পিছন ফিরে দেখল সেই স্বাদ ওটা ওর পিছনে দাঁড়িয়ে আছে, অভিরূপ সাধুটাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে এমন সময়
সেই সাধুটা অভিরূপ কে বলল , আজকের রাতটা তোমার জন্য খুবই ভয়ংকর হতে চলেছে | সাবধানে থাকবে আর যখনই তুমি কোন বিপদে পড়বে তখনই এই শাঁখটা কে বাজাবে | সেই সাধুটা অভিরূপ কে একটা শাঁখ দিলো | তারপর সাধুটা হওয়ার মতো বাতাসে মিলিয়ে গেল |