Leave in Bengali Short Stories by Kalyan Ashis Sinha books and stories PDF | ছুটি

Featured Books
  • જીવન પથ - ભાગ 33

    જીવન પથ-રાકેશ ઠક્કરભાગ-૩૩        ‘જીતવાથી તમે સારી વ્યક્તિ ન...

  • MH 370 - 19

    19. કો પાયલોટની કાયમી ઉડાનહવે રાત પડી ચૂકી હતી. તેઓ ચાંદની ર...

  • સ્નેહ સંબંધ - 6

    આગળ ના ભાગ માં આપણે જોયુ કે...સાગર અને  વિરેન બંન્ને શ્રેયા,...

  • હું અને મારા અહસાસ - 129

    ઝાકળ મેં જીવનના વૃક્ષને આશાના ઝાકળથી શણગાર્યું છે. મેં મારા...

  • મારી કવિતા ની સફર - 3

    મારી કવિતા ની સફર 1. અમદાવાદ પ્લેન દુર્ઘટનામાં મૃત આત્માઓ મા...

Categories
Share

ছুটি

অনেকদিন থেকেই সুন্দরবনে প্রদীপদার বাড়ি যাব ভাবছি । কিন্তু শুধু ভাবনাতেই থেকে গেছে । প্রায় তিন বছর হয়ে গেল প্রদীপদা আমাদের স্কুল থেকে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বাড়ির কাছে চলে গেছে । এখন যোগাযোগ বলতে শুধুই ফোন । যখন একসাথে ছিলাম তখনকার কথা মাঝে মাঝে ভাবি , আর অবাক হই এই মানুষটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য নিজেদের পৈত্রিক ব্যবসা ছেড়ে এত দূরে পড়ে আছে । যেখানে আপাতভাবে নিজের বলতে কেউ নেই । যাই হোক , শুক্রবার ছুটি আছে , আবার সোমবারও ছুটি । তাই শণিবার স্কুল না গেলে চারদিনের একটা ছোট ট্রিপ হয়ে যাবে ।