বিবাহবিভ্রাট

(0)
  • 27
  • 0
  • 105

আমার ছয় বছর বয়সী কন্যাকে তার ঠাম্মু প্রায়ই মজা করে বলে,-" দুষ্টুমি করলে একটা বুড়ো বরের কাছে বিয়ে দিয়ে দেব।" এই কথা বলা মাত্র,- আমার কন্যা তার ঠাম্মুকে বলে উঠে,-" না। আমি বাবাকে বিয়ে করব।" বিয়ে কি জিনিস, কেন করতে হয়, কাকে করতে হয়,- সে ব্যাপারে বুঝার মত বুদ্ধি আমার এই অবুঝ কন্যার হয়ে উঠেনি। কিন্তু সে পরিবার,পরিবেশ ও পারিপার্শ্বিক থেকে এতটুকু বুঝতে পেরেছে,- যে সবচেয়ে বেশি ভালবাসে, আগলে রাখে, প্রশ্রয় দেয়, যার কাছে নিরাপদ ও নিশ্চিন্তে থাকা যায় তাকেই বিয়ে করতে হয়। তার এতটুকুই বুঝ। তাই সে বাবাকে বিয়ে করতে চায়।

1

বিবাহবিভ্রাট - 1

আমার ছয় বছর বয়সী কন্যাকে তার ঠাম্মু প্রায়ই মজা করে বলে,-" দুষ্টুমি করলে একটা বুড়ো বরের কাছে বিয়ে দিয়ে এই কথা বলা মাত্র,- আমার কন্যা তার ঠাম্মুকে বলে উঠে,-" না। আমি বাবাকে বিয়ে করব।"বিয়ে কি জিনিস, কেন করতে হয়, কাকে করতে হয়,- সে ব্যাপারে বুঝার মত বুদ্ধি আমার এই অবুঝ কন্যার হয়ে উঠেনি। কিন্তু সে পরিবার,পরিবেশ ও পারিপার্শ্বিক থেকে এতটুকু বুঝতে পেরেছে,- যে সবচেয়ে বেশি ভালবাসে, আগলে রাখে, প্রশ্রয় দেয়, যার কাছে নিরাপদ ও নিশ্চিন্তে থাকা যায় তাকেই বিয়ে করতে হয়। তার এতটুকুই বুঝ। তাই সে বাবাকে বিয়ে করতে চায়। তার ভিতরে এখনও বৃত্তি-প্রবৃত্তি ও রিপুর খেলা শুরু হয়নি,- ...Read More

2

বিবাহবিভ্রাট - 2

জীবনের শুরুতে আমাদের সকলের মনেই স্বপ্ন থাকে,- নিজের একখানা সুন্দর, সর্বসুবিধাসম্পন্ন বাড়ী হোক। তারজন্য প্রথমেই এক টুকরো জমি আমি করি। তারপর আমি যাই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে,- তার কাছে জানাই আমার আর্থিক সামর্থ্য, জমির পরিমান, আমার স্বপ্ন ও প্রয়োজনের কথা। ইঞ্জিনিয়ার বাবু আমার দেওয়া সকল তথ্য এবং তার বিদ্যা,জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োগে আমার জন্য একখানা বাড়ীর প্ল্যান বানিয়ে দেন৷ সেই প্ল্যান অনুযায়ী আমি বাড়ী বানাই৷ দেখা যায়,- ভূমিকম্প আসলেও সেই বাড়ী ভেংগে পড়ছে না। ভয়ংকর ঝড় আসলেও আমি সেই বাড়ীতে নিরাপদে বসবাস করছি। তা না করে,- আমি যদি সুন্দর সুন্দর বাড়ীর ছবিওয়ালা একখানা এলবাম এনে সেখান থেকে যেকোন একটা বাড়ীর ...Read More