আশা।। - পর্ব 1

আশা ।।  পর্ব ০১ ।। কলমে - আইয়ুব খাঁন জেলের বিশাল উঁচু পাঁচিল দেখে আপনার বাইরে থেকে মনে হতে পারে ওর ভিতরে কেবল অপরাধীরাই বন্দি আছে। কিন্তু আপনি জেলের ভেতরে ঢুকে খবর নিয়ে দেখুন, অনেকেই আছেন বিনা অপরাধে! কেবল তথ্য-প্রমাণের অভাবে তাদের এই শক্ত কঠিন নির্বোধ উঁচু দেওয়াল গুলো বন্দি করে রেখেছে। এই জেলের একদিকে আছে ছেলেদের সেল, অন্যদিকে আছে মেয়েদের সেল। মাঝখানে লোহার মোটামোটা রড দিয়ে অনেক উঁচু পর্যন্ত গিরিলের পার্টিশন। বিকেল হলেই দুই সেলের আসামীদের বের করা হয় জেলের বিশাল এই গ্রাউন্ডে। আসামীদের কেউ সময় কাটায় হাঁসি ঠাট্টা গল্প করে, আবার কেউ কেউ খেলে ফুটবল, ভলিবল ইত্যাদি ইত্যাদি। আজ বিকেলে সমস্ত