দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 6

  • 14.4k
  • 6k

যদি কেউ কোনোভাবে ওই বাড়ির সঙ্গে যুক্ত হয় অথবা যদি কেউ ওই বাড়িতে থাকতে আসে তাহলে সে সাত দিনের মধ্যেই মারা যাবে। সাধুটা র কথামতো এই গ্রামের জমিদার সেই বইটা ও চিঠিটা কে পুড়িয়ে দেন | ওই গেস্ট হাউস টাকে চিরকালের জন্য বন্ধ করে দেন | ওই গেস্ট হাউস এ যাবার রাস্তাও বন্ধ করে দেন এবং সমস্ত গ্রাম বাসীকে ওই গেস্ট হাউস এর আশেপাশে যেতে বারণ করেন এবং যারা তার এই নিয়ম উলঙ্ঘন করবে তাদের মৃত্যুদন্ড দেওয়ার হুকুম জারি করেন | এই সব কথা গুলো শুনতে শুনতে অভিরূপ এর মুখ গম্ভীর হয়ে গেল |নিতিন আরও বলে চললো তারপর খবর পাওয়া