তোমার চোখের মাঝে হারিয়ে
নিজেকে খুঁজেছি, কোথায় জানি না।
আবছা চোখেও তোমাকে দেখি,
কেন দেখি, তাও বুঝি না।
তোমার চোখ-মুখ ভেসে ওঠে,
কারণ খুঁজতে যাই না আর।
তুমি বুঝেও বুঝলে না,
সেটা ভাবলে লাগে ভার।
যাই হোক, এবার বুঝেছি,
তোমায় ছাড়া চলবে না।
পাগল ছিলাম, পাগল রইলাম,
ভেবে আর কি হবে বলো না!
তোমায় পাওয়ার আশায়,
তোমার কাছে যাবো না।
ও চোখে চোখ না রেখেও,
ওই দুটি চোখ ভুলবো না।
তোমার সামনে অভিমানগুলো
জমে জমে পাহাড় হয়,
তবু চোখে চোখ পড়লে,
মনটা আবার দুর্বল হয়।
তুমি আমায় দূরে ঠেলে
ব্লক করেছো, দিওনি মান,
আমি তবু লিখে যাই—
হাজার কবিতার বুনন।
এখনো তোমার চোখ ভাসে,
চোখের সামনে প্রতিদিন,
জানি না তুমি ভাবো কি না,
আমার মতোই আনমনে।
আমি হয়তো পাগল হলাম,
শেষটুকু আর বুঝি না।
তুমি না হয় দূর থেকেই
ভালোবেসো নিঃশব্দে...
পাগল হলাম ওই দুই চোখে,
যা ছিল কল্পনারও বাইরে,
তাই হলো এই জীবনে...
— মৌ❣️
#poem